বর্তমানে নতুন যত - TopicsExpress



          

বর্তমানে নতুন যত কম্পিউটার ব্যবহারকারী আছেন তার বিরাট অংশই Laptop অথবা Notebook/Netbook PC ব্যবহার করেন। কোন কারনে যদি কম্পিউটারের CD/ DVD Rom নষ্ট হয়ে যায় তখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটাপের প্রয়োজন হলে ব্যবহারকারীর মাথায় পড়ে হাত, আর সেটা যদি হয় নোটবুক তবেত আর কথায় নাই। আজ এই সমস্যার সমাধান দেব আপনাদেরকে। আমি আপনাদেরকে শেখাব কিভাবে কোন software ব্যবহার না করেও Pen-drive দ্বরা Windows setup দেওয়া যায়। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি 8 GB (৮ জিবি) Pen drive. ও windows 7 PC. কার্যপ্রণালী: ১. প্রথমে ৮ GB Pen-drive টাকে পিসির USB port-এ লাগান। Pen-drive কে NTFS এ format করুন। অর্থাৎ যখন পেনড্রাইভটাকে ফরমেট করবেন তখন মেনু থেকে FAT এর পরিবর্তে NTFS সিলেক্ট করুন এবং format করুন। ২. এখন Windows এর Command Prompt মনেুতে যান। Start menu >> All Programs>> Accessories>> Command Prompt (Open it). নিচের মত ছবি আসবে। এখন নিচের হলুদ দাগ দেওয়া কমান্ড গুলো ফলো করুন। ৩. এখন লিখুন > diskpart এবং enter চাপুন। ৪. DISKPART> list disk লিখে enter চাপুন। ৫. DISKPART> select disk 1 লিখে enter চাপুন। (এখানে আপনার Pen- driveকে select করুন, এটি সাধারনত disk 1 হয়ে থাকে। ৬. DISKPART> clean লিখে enter চাপুন। লক্ষরাখুন Clean করার সময় প্রথমবার error দেখাতে পারে সেক্ষের্তে আবার clean লিখে enter চাপুন। ৭. DISKPART> Create partition primary লিখে enter চাপুন। ৮. DISKPART> active লিখে enter চাপুন। 9. DISKPART> format quick লিখে enter চাপুন। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ১০. DISKPART> assign লিখে enter চাপুন। Successful দেখালে বরে হয়ে আসুন। এখন এই Pen-driveএ সিডি থেকে Setup file গুলো কপি করুন। তাহলেই কাজ শেষ। এখন এটি দিয়ে যেকোন পিসিতে Windows setup দিতে পারবেন। picure এর downlink : mediafire/download/ r791n1m64a7k0ry/pen_boot.pdf গ্রপে যদি আপনি সামান্যতম উপকার পেয়ে থাকেন,তবে কাইন্ডলি আপনার ফ্রেন্ডের এড করুন।
Posted on: Mon, 18 Aug 2014 20:10:42 +0000

Trending Topics



class="stbody" style="min-height:30px;">
I SPEAK PROPHETICALLY~ OUR COUNTRY IS UNDER HIGH ALERT~ I have
Tripp Lite ISOBAR8RM Isobar Surge Protector 8 Outlet 12ft Cord
URGENT PRAYER NEED: A staff member serving in a predominately
Home from the Ranch, got the list of items that are
Our Lord Jesus Christ

Recently Viewed Topics




© 2015