ব্যক্তি বড় না টীম বড়? - TopicsExpress



          

ব্যক্তি বড় না টীম বড়? ব্যক্তি বড় হলে আজকেই বিসিবি অফিস জ্বালিয়ে পুড়িয়ে ওখানে সাকিবের মূর্তি বানান। টীম বড় হলে দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব পালন করতে দিন। এবারই সবচেয়ে বেশী সাবেক ক্রিকেটার বোর্ডের ডিরেক্টর। তাঁরা নিশ্চয়ই আপনার আমার চেয়ে এদেশের ক্রিকেটকে কম ভালোবাসেন না। ১৯৯৭ সালের আইসিসি ট্রফির একটা ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হবার পর জমে থাকা পানি সরাতে নিজে তোয়ালে নিয়ে মাঠে নেমেছিলেন সাবেক অধিনায়ক ও তখনকার ম্যানেজার গাজী আশরাফ লিপু। তিনি তখন আমাদের মতো ফেসবুকে ড্যাম, ইটস ওয়াটারলগড পোস্ট দিয়ে দায় সারেন নি। সেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ, সেই জয়ের হাত ধরেই এসেছিল বিশ্বকাপের টিকেট ও আজকের গ্ল্যামারাস টাইগারক্রিকেট। লিপুর কমিটমেন্ট নিশ্চয়ই আমার আপনার থেকে কম না। ১৯৯৬এ লীগের জন্য মাঠ না পাওয়ায় বিশ্বকাপে কোয়ালিফাই করার দুশ্চিন্তার মধ্যে প্রতিবাদ স্বরূপ এই আকরাম, দুর্জয়, আতাহারেরা প্রেসক্লাবের সামনে ব্যাটবল হাতে নেমেছিলেন। তাঁদের কমিটমেন্ট, তাঁদের আবেগের জোরেই একসময় তিল তিল করে ও পরে বিস্ময়কর গতিতে হাজির আজকের গ্ল্যামারাস টাইগারক্রিকেট। শৃংখলা ছাড়া টীম গেম হয় না। সাকিব স্বীকার করেছে তাঁর দুর্ব্যবহারের কথা। দেশের হয়ে না খেলার কথা বলাটাও স্বীকার করেছে। কিন্তু দেশবাসীর কাছে ক্ষমা চান নি। আর এখন আপনাদের আবেগ কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে পার পাবার জন্যে। আপনারা ইতিমধ্যেই কোচকে মিথ্যাবাদী বানিয়ে ফেললেন। এই আপনারাই তো একদিন ইংল্যান্ডে পাকিস্তান বধকারী ও মুলতানের নায়ক সুজনকে, অত্যন্ত প্রতিভাবান অলরাউন্ডার কাপালিকে, ক্যারিবিয়ান কাহিনীর কান্ডারী সুমনকে ছুঁড়ে ফেলে দিতে চাপ দিয়েছিলেন। সময়ের ব্যবস্থা সময়ে না নিলে এই আপনারাই একদিন সাকিবকে, মুশফিককে, নাসিরকে, রিয়াদকে ছুঁড়ে ফেলে দিতে চাপ দেবেন। তামিমের ব্যপারে ইতিমধ্যেই দিচ্ছেন। সাকিব আমার দৃষ্টিতে বাংলাদেশের ইতিহাসের প্রথম বিগার দ্যান লাইফ ক্যারেক্টার। আমি নিঃশর্তভাবে তাঁর ভক্ত আজীবন থাকবো। যেমন আশরাফুলের ভক্ত এখনও আছি। আশরাফুলকে সংশোধনের কোনো চেষ্টা কিন্তু আরাফাত রহমান কোকো, আলী আসগর লবি, লোটাস কামালেরা করেন নি। ঘটনাক্রমে তাঁকে গড়ে তোলার জন্য চাকরি ও পড়ালেখার ব্যবস্থা যেই ব্যক্তিটি বহুবছর ধরে পর্দার অন্তরালে থেকে করেছেন সেই ব্যক্তিটির নাম নাজমুল হাসান পাপন। নাহ তখন পাপন সাহেবের নাম আপনারা অনেকেই শোনেন নি। একইভাবে বিভিন্ন সময়ে সাকিবের ক্যারিয়ারের বিভিন্ন সমস্যা সমাধান করা ব্যক্তিদের অন্যতম আবাহনীর পাপন সাহেব। নাহ তখনও পাপন সাহেবের নাম আপনারা অনেকেই শোনেন নি। এইসব ব্যক্তিগত রেষারেষির তত্ত্ব আবিষ্কার ফালান, নিজের কল্পনাশক্তি ভালো কাজে লাগান। বিসিবি পরিচালিত হয়ে নির্বাচিত সদস্যদের দ্বারা। অনেক সংস্কার দরকার। অনেক স্বচ্ছতা দরকার। পেশাদারিত্বের পথে, শৃংখলার পথে তাঁদের নিজেদেরও যেতে হবে অনেক দূর। তাঁদেরকে তাঁদের কাজ করতে দিন, প্লীজ। শুরুতেই বাঁধা দিলে, পদে পদেই বাঁধা দিলে, কোনো সংস্কার হবে না। একদিন আমাদের দশা হবে হতচ্ছাড়া পাকিস্তান ক্রিকেটের মতো। নিশ্চয়ই আমরা সবাই টাইগারক্রিকেটের ভালোই চাই। #Bangladesh #বাংলাদেশ #TigerCricket #Tigers
Posted on: Mon, 07 Jul 2014 20:17:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015