ব্রেকিং নিউজ গোপন - TopicsExpress



          

ব্রেকিং নিউজ গোপন সুত্রে এইমাত্র খবর পাওয়া গেছে। আগামী ৬ অক্টুবর সাড়া দেশে রক্তের বন্যা বেসে যাবে। চারি দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে শুদু রক্ত আর রক্ত। কারো কুনো সাধ্য থাকিবেনা। এর বিরুদ্ব রুখে দারাবার। ঐ দিন রাজপথে মানুষের হাতে হাতে থাকবে দারালু অশ্র চাপাতি ছুরী। দেশে ঐ দিন ভয়ানক রক্তাক্ত প্রান্তরে পরিনত হবে। প্রশাষনের নাকের ধগায় আংগুল দিয়ে রাজপথে সবাই ছুরি চাপাতি নিয়ে হেটে যাবে প্রশাষন থাকবে নিশচুপ। এক হিংস্র ও ভয়ানক পরিস্তীতি সৃষ্টি হবে। সেই দিন সকালে ছুড়ি চাপাতি দিয়ে জবাই করা হবে হাজার হাজার লক্ষ লক্ষ গরু ছাগল দুম্বা উট। কারন ঐ দিন হল কুরবানীর ঈদ অর্থ্যাৎ ঈদুল আযহা। অাগাম ঈদ মোবারক
Posted on: Thu, 02 Oct 2014 13:19:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015