ব্রেকিং নিউজ সামাজিক - TopicsExpress



          

ব্রেকিং নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ি, মানুষ পোড়ানো নিয়ে তোলপাড়.... বাসে বোমা মেরে মানুষ পুড়িয়ে বিরোধী দলকে শায়েস্তা করার নৃশংস কৌশল নিয়ে আবারো মাঠে সক্রিয় সরকারের সাথে সংশ্লিষ্ট একটি মহল। গত ২৬ নবেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে ঢাকা শিশুপার্কের কাছে যাত্রীবাহী বাসে বোমা মেরেছে মাসুদ নামের এক ব্যক্তি। মাসুদ আওয়ামী লীগের একজন বিশ্বস্ত কর্মী। ঐ বাসের একজন যাত্রী রাশেদা ঘটনার প্রত্যক্ষদর্শী। জানা গেছে, আদাবর ১৬ নং বস্তির বাসিন্দা রাশেদা একটি প্যাথলজিক্যাল ল্যাবে ক্লিনারের কাজ করেন। রাশেদার ফোন নাম্বার ০১৮১৮০৬৯০২৬। রাশেদা গোটা ঘটনা শাহবাগ পুলিশকে জানায় এবং আরো জানায়, মাসুদ তার পূর্ব পরিচিত এবং সে মাসুদকে পেট্রোল বোমা মারতে দেখেছে। পুলিশ দ্রুত তদন্তে নেমে ঘটনার সাথে নানকের সংশ্লিষ্টতা পেয়ে তদন্ত থামিয়ে দেয়। পরদিন থেকে রাশেদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি জনপ্রিয় টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন একই বস্তিতে বসবাসকারী রাশেদার সহকর্মী সালমা। এ ঘটনা নিয়ে গোয়েন্দা বিভাগে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। গতকাল রোববারের প্রতিবেদনÑ ঘটনার সাথে সংশ্লিষ্ট বিহঙ্গ পরিবহনের সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখা হয়েছে : *** ১৩ ডিসেম্বর, ২০১১- একটি বাস সার্ভিসের চালক-হেলপারের দুর্ব্যবহারের প্রতিবাদে ইডেন কলেজের ছাত্রীরা দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী জানান, সকালে একটি বাসের শ্রমিকরা ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করে। এ জন্য ছাত্রীরা সড়ক অবরোধ করে। আমি তাদের বুঝিয়ে- শুনিয়ে অবরোধ তুলে দিয়েছি। পরিবহন সার্ভিসের নাম ছিল -# বিহঙ্গ #- *** ৩ মার্চ, ২০১৩ সেদিন জামায়াতের হরতাল ছিল। দুপুর দেড়টার দিকে শেওড়াপাড়ায় ১টি ও মিরপুর-১০ নম্বর এলাকায় আল হেলাল হাসপাতালের সামনে অপর একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) দবির উদ্দিন বলেন, সদরঘাট থেকে মিরপুরগামী --#বিহঙ্গ#-- পরিবহনের বাস থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। *** ৬ জুলাই, ২০১৩ - খালেদা জিয়ার সরকারি গাড়িকে ধাক্কা দেয় একটি বাস। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সংসদ ভবন এলাকায় কর্তব্যরত ডেপুটি সার্জেন্ট অ্যাক্ট আর্মস সেলিম খান। -#বিহঙ্গ#- পরিবহনের বাস ছিল এটি। *** ২৮ নবেম্বর, ২০১৩ ছিল বিএনপির অবরোধ। সেদিন শাহবাগে বাসে আগুন দেয়া হয়। সাংবাদিক, আইনজীবীসহ দগ্ধ হন ১৮ জন। পরের দিন দগ্ধ যুবক নাহিদ মোড়ল (২২) মারা যান। এইখানেও সেই একই - #বিহঙ্গ#- পরিবহনের বাস। এখন প্রশ্ন হলো এই বিহঙ্গ পরিবহনের নাম কাকতালীয়ভাবে বারে বারে আসছে কেন? কেই বা এর মালিক? খোঁজ নিয়ে জানা যায় এই বিহঙ্গ পরিবহনের মালিক হচ্ছেন পংকজ দেবনাথ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, তাকে আওয়ামী লীগ বরিশাল-০৪ আসন থেকে অবৈধ প্রহসনের নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্যাটার্নে শাহবাগের গাড়ি পোড়ানো নিয়ে রয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য।
Posted on: Mon, 02 Dec 2013 03:52:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015