ব্রিটীশ< শব্দটি এ দেশে - TopicsExpress



          

ব্রিটীশ< শব্দটি এ দেশে একটি গালিতে পরিনত হলেও!!!! ব্রিটীশদের নির্ধারিত করা বর্ডার নিয়ে এ জাতির গর্ব জাতির অধঃপতনের মাত্রা নির্দেশ করে। ফেসবুক ক্যাম্পেইনঃ #no2NATIONALFLAG ---- #yes4RAYA(IslamiFlag) জাতীয়তাবাদীরা ঘোষনা করেছে যে তারা আগামী ১৬ ডিসেম্বর সবার প্রোফাইল পিকচারে বাংলাদেশী পতাকা প্রো পিক দিয়ে বিশ্ব রেকর্ড করবে। আমরা কি পারিনা একটি পালটা ক্যাম্পেইন করতে? এই অধঃপতিত উম্মাহকে স্মরন করিয়ে দেবার জন্য জাতীয়তাবাদের ব্যাপারে রাসূল সাঃ এর একটী হাদীস যেখানে রাসূল সাঃ জাতীয়তাবাদের ব্যাপারে বলেন- “একে পরিত্যাগ কর এটা পঁচে গেছে” (বুখারী ও মুসলিম) আমি আজকে অবশ্যই জানিয়ে দিব এ জাতিকে যে রাসূল সাঃ বলেছেন যে- “He is not one of us who calls of ‘asabiyyah or who fights for ‘asabiyyah or who dies for ‘asabiyyah.”[Abu Dawud] “He who calls for ‘asabiyyah is as if he bit his father’s genitals.”[Mishkat al-Masabih] “সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে “জাতীয়তাবাদের” দিকে ডাকে, “জাতীয়তাবাদের” এর জন্য যুদ্ধ করে এবং যে “জাতীয়তাবাদের” জন্য মারা যায়” [আবু দাউদ] আমি অবশ্যই তার হেদায়েতের এ বানী লুকোবো না যেখানে তিনি বলেছেন - “যে জাতীয়তাবাদের দিকে ডাকল সে যেন তার আপন পিতার যৌনাঙ্গ কামড়ে ধরল” [মিশকাত আল মাসাবীহ] ইনশাআল্লাহ এই জাতীয়তাবাদী মাসে আমরা ইসলামের পতাকা রায়া কে আমাদের প্রফাইল পিকচার হিসেবে দিয়ে এই জাতীয়তাবাদী ক্যাম্পেইনের বিরুদ্ধে সচেতনতা তৈরী করব। PLZ SHARE THIS TO CREATE AWARENESS কি এই জাতীয়তাবাদ? আর্যরা বলল যে তারা আর্য সুতরাং পৃথিবীর বাকি সবাই যেহেতু অনার্য তাই পৃথিবী শাসন করার অধিকার কেবল তারাই রাখে। তারা বড় এবং অন্যরা ছোট। তৈরী হল কনফ্লিক্ট এবং এরপর অশান্তি। ব্রিটিশ রা বলল তারা ব্লু ব্লাড , জেন্টেলম্যান , তাই পৃথিবী শাসন করার অধিকার তাদের ই আছে এবং এরপর তারা আমাদের এ দেশে যা করল তার ইতিহাস লিখেই শেষ করা যাবে না। কালো রা বলল আমরা কাল, স্রষ্টাও কালো স্রষ্টার চোখ মুখ কান নাক দাত সব কাল সুতরাং আমরাই শ্রেষ্ঠ। তারপর কনফ্লিক্ট। সাদা রা বলল আমরা সাদা, স্রষ্টাও সাদা স্রষ্টার চোখ মুখ কান নাক দাত সব সাদা সুতরাং আমরাই শ্রেষ্ঠ। তারপর আবার কনফ্লিক্ট। ভারত বলল তারা ব্রাক্ষন আমরা ম্লেচ্ছ, শুদ্রের জাত। তারপর ৪০ বছরের অত্যাচারের কাহিনী। “সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা” হিন্দুস্তান ভাল বাকি সব খারাপ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা সকল দেশের রানী সে যে...... আমরা রানী আমরা রাজা বাকি সবাই প্রজা। মানবজাতির ঐক্যবদ্ধ হবার জন্য তাদের একটি বন্ধন প্রয়োজন হয় যেমন-দেশাত্মবোধক বন্ধন, স্বার্থের বন্ধন, আধ্যাত্মিক বন্ধন, জাতীয়তাবাদী বন্ধন ইত্যাদি। when the thinking level is narrow, a nationalistic bond (raabitah qawmiyyah) arises. It is a family bond though in a broader sense. This is because when the survival instinct becomes deeply rooted in the individual, love of dominance appears in him. This love of dominance is individualistic in the man of low intellect. However, as the awareness of an individual broadens his love of dominance widens, thus he considers the dominance of his family. Once his awareness has broadened and widened, he considers the dominance of his people in his homeland. Once this is achieved he considers their dominance over all other peoples. Therefore, due to this aspect local feuds arise amongst the members of the family. Hence, once the dominance within the family is settled then the feud transfers to a feud between his family and other families until the dominance is settled in favour of one family or a group of people from different families. In the end, the conflict arises between his people and others for sovereignty and achieving a high standard of living. Therefore, tribalism (asabiyyah) prevails amongst the adherents of this bond. As a result of this, whims and assisting one another against others prevail amongst them. Consequently, it is an inhumane bond and it remains exposed to internal feuds if they are not preoccupied instead with external conflicts. the nationalistic bond is also unsuitable for the following three reasons: Firstly, because it is a tribal bond which is not appropriate to bind man with man in his quest for revival. Secondly, because it is an emotional bond that arises from the survival instinct, thus resulting in the love for dominance. Thirdly, because it is an inhumane bond for it causes conflicts among people over dominion. Therefore, it is not suitable to be a bond between human beings. জাতীয়তাবাদী বন্ধন ও এমন একটি বন্ধন যার জন্ম হয় মানুষের চিন্তা সংকীর্ন হয়ে পরলে তখন। এটা বড় পরিসরে একটি পারিবারিক বন্ধন। মানুষের সার্ভাইভাল ইন্সটিঙ্কট থেকে উদ্ভূত কর্তৃত্ব স্থাপনের মোহ থেকে এই বন্ধনের উতপত্তি হয়। যেমন পরিবারের ৪ ভাই নিজেদের মাঝে দুই গ্রুপে ভাগ হয়, গ্রামের এক বাড়ির দশটি ঘর, ৫ টি একদল অন্য ৫ টি আরেক দল, এরপর এই পাড়া ঐ পাড়া, ঐ মহল্লা বনাম এই মহল্লা, এই থানা ঐ থানা, এই জেলা ঐ জেলা, সিলেট বনাম মৌলভীবাজার, চিটাগাং বনাম মিরেরসরাই, নোয়াখালী বনাম বরিশাল, আওয়ামীলিগ বনাম বিএনপি, বাংলাদেশ বনাম ইন্ডিয়া । পরিবার থেকে রাষ্ট্র । জয় ও জিয়া দুই ভাই। নিজেদের মাঝে সম্পত্তি নিয়ে ক্লাশ। কিন্তু বাড়ির অন্য ঘরের এরশাদ মিয়া যখন এই ঘরের বিরুদ্ধে কিছু করে তখন আবার দুই ভাই এক এরশাদের বিপক্ষে। আশরাফ আর তোফায়েল এ আওয়ামীলিগ এর ভিতরে মারামারি কর্তৃত্ব স্থাপনের মোহ নিয়ে,আবার বিএনপি চলে আসলে দুইজন এক।ডিইউ এর হলে ছাত্রলীগের দুই গ্রুপ বিএনপিকে পিটান দেয় আবার বিএনপি না থাকলে এরা নিজেদের মাঝে অন্তঃ কোন্দলে জরিয়ে পরে। । আওয়ামীলিগ বিএনপি সারাজীবন মারামারি। এরশাদ চলে আসলে দুইজন একসাথে এরশাদ কে নামায়। জাতিয়তাবাদ সবসময় এইরকম ই। এখানে সবসময় বহিক্লাশ বা অন্তক্লাশ থাকতেই হবে নয়ত এ বন্ধন টিকবে না। এটি একটি ইমোশনাল এবং অমানবিক বন্ধন যা সবসময় অন্য পক্ষকে ছোট করে দেখে। ইসলামে এমন বন্ধনের কোন অস্তিত্ব নেই, ইসলাম বলে দিয়েছে কোন আরব কোন অনারবের উপর শ্রেষ্ঠ নয় না কোন অনারব কোন আরবের উপর। ইসলামে শ্রেষ্ঠত্বের মাপকাঠী শুধুমাত্র একটি আর তা হচ্ছে কে কত্ত বেশি আল্লাহকে ভয় পায় অর্থাৎ কে কত্ত বেশি সতকর্মপরায়ন। রাসূল সাঃ তার বিদায়ী ভাষনে স্পষ্ট বলে গেছেন- হে মানুষেরা তোমাদের মনোযোগ আমাকে প্রদান কর............ সকল মানুষ আদম এবং হাওয়া হতে। কোন আরব কোন অনারবের উপর শ্রেষ্ঠ নয় না কোন অনারব কোন আরবের উপর। এবং কোন সাদার কোন শ্রেষ্ঠত্ব নেই কোন কালর উপর, না কালর কোন শ্রেষ্ঠত্ব আছে সাদার উপর, শুধুমাত্র তারা ব্যাতীত যারা মুত্তাকী (আল্লাহভীরু) এবং সতকর্মপরায়ন। জেনে রাখ প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিমের ভাই এবং মুসলিমেরা একটিই জাতি......... O People, lend me an attentive ear, for I know not whether after this year, I shall ever be amongst you again. Therefore listen to what I am saying to you very carefully and TAKE THESE WORDS TO THOSE WHO COULD NOT BE PRESENT HERE TODAY. All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor a black has any superiority over white except by piety and good action. Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood. Nothing shall be legitimate to a Muslim which belongs to a fellow Muslim unless it was given freely and willingly. Do not, therefore, do injustice to yourselves. জাতীয়তাবাদ সম্পর্কে আরো জানতে Nationalism: The Rotten Roots of Racism islamicsystem.blogspot.de/…/nationalism-rotten-roots… মুসলিম উম্মাহ্‌র অধঃপতনে জাতীয়তাবাদের ভূমিকা returnofislam.blogspot/2012/06/blog-post_30.html The flags and banners of the Islami Khilafah (ইসলামী খিলাফতের ফ্লাগ এবং ব্যানার) islamicsystem.blogspot.ae/…/the-flags-and-banners-of… (copied)
Posted on: Mon, 08 Dec 2014 09:00:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015