ভাই ও বোনেরা, কয়েকটা কথা - TopicsExpress



          

ভাই ও বোনেরা, কয়েকটা কথা বলি। মন দিয়া শুনেন। ঢাকা শহরের বিলবোর্ড গুলোতে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের উন্নয়নের ছবি দেখে অনেকের গা জ্বলুনি শুরু হয়ে গেসে। অনেকে এটা নিয়ে রঙ্গ তামাশাও করতেসেন। এইগুলো কেন করা হইসে জানেন? এইগুলো করা হইসে কারণ আমাদের মেমোরি গোল্ডফিশের মতন। আমরা অতি সহজেই অতীত ভুলে যাই। এমনকি চারপাশের দৃশ্যমান অনেক কিছুই আমরা দেইখাও না দেখার ভাণ করি । তাই বাধ্য হইসে সরকার তার উন্নয়নের এই ছবি আপনাদের সামনে তুলে ধরতে। এখন রমজানের মাস চলতেসে। আপনাদের মোমবাতি আর কুপি বাতি জ্বালাইয়া ইফতার আর সেহেরী করতে হয় না। কারণ এই সরকার আপনাদের বিদ্যুৎ দিতে পারতেসে। বিদ্যুতের দাবিতে কোন বিদ্যুৎ অফিস এখন ভাংচুর হয়না। সরকার বিদ্যুতের উৎপাদন গত সরকারের চেয়ে দ্বিগুণ করসে। কলকারখানা গুলো এখন আর বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে থাকেনা। অথচ বিদ্যুৎ সেকটরের এই উন্নয়নের কথা আমাদের মনেই থাকেনা। আমরা তারবিহীন খাম্বার কথাও ভুইলা গেসি। সকালে বেলা কাউরেই এখন আর পানির জন্য ওয়াসার গাড়ির সামনে গিয়া লাইন দিতে হয় না। সেইটা আপনারা ঘরে বইসাই পান। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়া পেপার পত্রিকায় কোন নিউজ নাই। কারণ সরকার এইটা নিয়ন্ত্রণ করতে পারসে। কিন্তু এইগুলান আমরা বারবার ভুলে যাই। সার নিয়ে গ্রামগঞ্জে হাহাকার নাই। সারের দাবিতে আন্দোলন করা কৃষকদের উপর এই সরকার বিএনপি জামাত জোট সরকারের মত গুলিও চালায় না। সময়মত পর্যাপ্ত সার কৃষকের হাতে পৌছানোর ব্যবস্থা করসে এই সরকার। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ । এই সরকার মঙ্গারে জাদুঘরে পাঠায়া দিসে। খাদ্যের অভাবে একটা লোকও মরে নাই। কিন্তু এসব উন্নয়নের জন্য আপনারা কি একটিবারের জন্যও সরকারের প্রশংসা করসেন? আপনি নিজেও কি কল্পনা করতে পারসিলেন ঢাকা শহরে হাতির ঝিল, যাত্রাবাড়ী ফ্লাইওভার , কুড়িল- বিশ্বরোড ফ্লাইওভার এর মত প্রজেক্ট হবে? অথচ এই সরকার এক মেয়াদেই এসব কাজ শেষ করসে আপনাদের জন্য। রাত-বিরাতে এখন রাস্তা ঘাটে চলাচল করা যায়। ছিনতাই হবার ভয় করতে হয় না। দিনদুপুরে বোমা হামলায় পড়ার ভয় থাকেনা। এই সরকার দারিদ্র্য কমাইসে ১৩%, শিক্ষার হার বাড়াইসে ১৫%, বৈদেশিক বিনিয়োগ আর রেমিটেন্স বাড়াইসে দ্বিগুণেরও বেশি পরিমাণ। কিন্তু হায়! সিটি কর্পোরেশন নির্বাচনের সময় এইগুলান তো মানুষ মনে করে দেখে নাই। অনেকের খালি মনে পড়ে হলমার্ক, ডেস্টিনি, পদ্মা সেতু দুর্নীতি, বিশ্বজিৎ, লিমন আর সাগর রুনী হত্যাকান্ডের কথা। এর মাঝে একমাত্র সাগর রুনী হত্যাকান্ড ছাড়া আর বাকি একটাতেও সরকারে কোন দোষ নাই। কেউ বলতে পারবেনা এগুলো সরকার করসে। তারপরও সরকাররে দোষী বানানোর চেষ্টা করা হইতেসে। সরকারের একটা গঠনমূলক সমালোচনা কেউ করে না। বরং বিরোধী দল যে অপপ্রচার চালায় সেইগুলোয় ঘুরায়া ফিরায়া বলে। । এই দেশের মানুষ সাঈদীর চান্দে যাওয়া বিশ্বাস করে ফেলে, আওয়ামীলীগ নাস্তিক এইটা বিশ্বাস করে ফেলে। কারণ সরকার তার ভালো কাজের প্রচারণা এতদিন করে নাই, অপপ্রচারের ঠিকঠাক জবাব দেয় নাই। তাই এখন বাধ্য হইয়া এসব প্রচারণা চালাইতে হইতেসে। আমরা কথায় কথায় উন্নত দেশের উদাহরন দেই। আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের প্রায় সব উন্নত দেশেই নির্বাচন পূর্ব সময়ে বিলবোর্ডের মাধ্যমে প্রচারনা চালানো হয়। আর এখন আওয়ামীলীগ সরকার করসে বলে অনেকেই নাক সিটকাইতেসেন। ব্যাপারটা কি কৃষ্ণ করলে লীলাখেলা আর অন্যরা করলেই দোষ, এইটার মত হয়ে গেল না? বিলবোর্ড ব্যাবসাহীদের কথা বলবেন ? নিশ্চিত করে বলতে পারি তারাও চায় আওয়ামীলীগ ক্ষমতায় আসুক। তাইলেই তার ব্যাবসা করতে পারবে। বিএনপি আসতে পারলে গতবারের মত সব তো আবার তারেক আর কোকোই দখল করব। ভাই ও বোনেরা সমালোচনা করেন, কোন আপত্তি নাই। কিন্তু গঠনমূলক সমালোচনা কইরেন। যারে দেখতে নাড়ি তার চলন বাকা টাইপ সমালোচনা কইরেন না। এতে দেশের কোন উপকার হবেনা। জানি, জেগে জেগে যারা ঘুমায় তাদের ঘুম ভাঙ্গানো যাবেনা। তারপরও আমরা চেষ্টা করেই যাব। জয় মামার সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই,"দেশের উন্নয়ন কাজে নেতৃত্ব দানের জন্য আওয়ামীলীগ সদা প্রস্তুত আছে। কিন্তু সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবেন। আপনারা উন্নয়ন চান না, বিএনপি জামাতের দুঃশাসন চান।" দূর হোক সকল মিথ্যাচার, জয় হোক সত্যের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Aminul Haque Polash
Posted on: Tue, 06 Aug 2013 09:40:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015