ভাইয়া ১/২ কেজি বাখড়খানি - TopicsExpress



          

ভাইয়া ১/২ কেজি বাখড়খানি আনছে... একটা সময় পুরান ঢাকার এই স্পেশাল খাবার টাকে আজাইরা লাগতো আর এখন আনলে কয়েকদিনেই শেষ করে ফেলাই খাইয়া । ভাইয়া আমার জীবনের অনেক্ষানি জুড়েই ছিল এবং আছে আসলে গ্রামাঞ্চলের ভাষায় একটা প্রবাদ আছে আগের আল যেম্নে যায় পিছের আল হেম্নেই যায় । ভাইয়া আগের আল আর আমি পিছের আল । যখন ছোট ছিলাম হয়তো বুঝতাম না কোনটা ভালো কোনটা মন্দ। ভাইয়া যেটা করতো আমিও অটাই করতাম, ভাইয়া যা খাইতে পছন্দ করতে আমিও তাই খাইতাম মনে করতাম অইটাই সবচেয়ে মজার খাবার । সে মাছের ঘন্ট পছন্দ করে , আম্মু আমারেও ঘন্ট দাও ভাইয়া যতডা নিছে আমারেও অতডাই দাও সে কাইলাজিরা ভর্তা খাইতাছে , খাইতে জঘন্য হইলেও কাইলাজিরাই খাইতাম। নিশ্চয়ই কিছু না কিছু তো আছেই নাইলে সে খাবে কেনো?? সে মাছের মাথা খাইলে আমিও মাথা ,সে লেজ খাইলে আমিও লেজ ! দেখতাম ঈদের আগের দিন ভাইয়া একটু জোড়ে গাণ শুনত,আমিও পরের ঈদে জোড়ে সাউন্ডবক্সে গাণ ছাড়তাম, আমি তখন ছোট ছিলাম গাণ ইউটিউব থেকে খুঁজে খুঁজে কালেক্ট করার মতো বয়স তখন ছিলো না। দেখা যেত সে যেই গাণগুলা শুনত আমিও অইগুলাই শুনতাম, বন্ধু দের বলতাম দোস্ত শুনছস এই গান?? অস্থির পুরা...... অইগাণ গুলাই সারাদিন গুনগুন করতাম,ভাইয়ার খাতা চুরি কইরা হাতে লেখা লিরিক্স গুলা মুখস্ত করতে চাইতাম। ধরা পরতাম অনেক মাইর ও খাইতাম, কত যে খাইছি !! ভাইয়া মতিঝিল মডেল হাই স্কুলে পড়ত,ভাবছিলাম আমিও পড়ুম... সাদা সার্ট কালো প্যান্ট পড়ে ভাইয়ার মতো বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে বাসায় আসব। ক্লাশ ফাইভে আমিও ভর্তি হইলাম ৭২ তম হয়ে। দেখতাম ভাইয়া কথায় কথায় আরে মিয়া, আরে মিয়া করতো আমারো তার মতো বলতে বলতে অভ্যাস হয়ে গেছিল । ভাইয়া যখন ১১ এ পড়ে আমি তখন ক্লাশ ৬ এ পড়তাম। মনে পড়ে রাত জেগে আমরা গল্প করতাম আমাদের একদিন কম্পিউটার হবে, আমরাও গেমস খেলব,ভাইয়া খাতার পিছনে হিসাব-নিকাশ করতো দাম নিয়ে কতো কমে ভালো কম্পিউটার কিনা যায় , আর আমি তখন আমার খাতার পিছনে হিসাব কতাম কি কি গেমস খেলব তা নিয়ে। Mostofa , vice ciTy , house of the dead , MeTals slug , NinJa turTaL ভাইয়া আমারে বলতো, তুই তো GTA - San Andreas দেখসই নাই... আমি রিয়াদ-রাসেলের বাসায় খেলছি,সবুজ রুমালের গ্যাং আমার টিম আর হলুদ এবং বেগুনি রুমাল অয়ালা গ্যাং আমার শত্রু। একটা খাতার পিছনের পৃষ্ঠায় সে কিছু cheaT codes লিখে রাখছিল!! আমিও মুখস্ত করা শুরু করছিলাম অই সাংকেতিক কোডস গুলো কিছু না বুঝেই, বা রে... আমরা তো কিনবই কম্পিউটার , ভাইয়া বলসে কিন্না দিবে আব্বু, তাই আমার আগায়া থাকার জন্যে এখনই মুখস্ত করা ভালো। ভাইয়া যেই বই পড়তো আমিও অই বই গুলাই পড়তাম,লুকায়া হলেও ,মাইর খায়া হইলেও এখন ভাইয়া অনেক বড় হয়ে গেছে আমিও বড় হয়ে গেছি...দুইজন দুই পৃথিবীর মানুষ । টিনেইজে পা দিয়েই আমি সবার থেকে আলাদা হওয়া শুরু করি, হয়ে গেছি এখন পুরা...... আলাদা , একা একা , কেমন জানি ?? আর ২৮ দিন পর Bangladesh Army তে জয়েন করব। অনেকদিন ধরে মাথায় ঘুরতেছিল কথাগুলা তাই লিখে ফেললাম । লেখার জন্যে লেখা না , ফিল থেকে লেখা। অন্য একটা লাইফে যাচ্ছি , কিন্তু থেকে যাবে memories .. That will make me smile // sometyms crY // whatever.. this is life indeed !!
Posted on: Tue, 02 Dec 2014 06:30:25 +0000

Trending Topics




© 2015