ভিক্ষু আনন্দ ও - TopicsExpress



          

ভিক্ষু আনন্দ ও চণ্ডালকন্যা : বুদ্ধের সময়কালে সমাজে জাতিভেদ প্রথা প্রবল ছিল। তখন চণ্ডাল, মেথর, মুচি প্রভৃতি পেশায় নিয়োজিতদের নিম্নবর্ণ হিসেবে অভিহিত করা হতো। তারা ছিল খুবই ঘৃণিত। এমনকি তারা ধর্মীয় ও সাধারণ শিক্ষা গ্রহণের অধিকার হতেও বঞ্চিত হত। তাদের ছায়া স্পর্শেও ছিল উচ্চবর্ণের প্রবল ঘৃণা। কিন্তু বুদ্ধ শিষ্য আনন্দ স্থবির চণ্ডাল কন্যা হতে পানি পান করে বৈষম্য, জাতপাতের ভেদ ও অস্পৃশ্যতার মতো বিষয়গুলো যে ঠুনকো, তা খুব সহজেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং কুঠারাঘাত করেছেন প্রচলিত এসব সংষ্কারের মূলে। ‘‘আনন্দ ও চণ্ডালকন্যার’’ কাহিনীটি Zee TV তে প্রচারিত Buddha (TV series) সিরিয়ালে সুন্দরভাবে দৃশ্যায়িত হয়েছে। আপনাদের সকলের দেখার সুবিধার্থে ভিক্ষু আনন্দ ও চণ্ডালকন্যার কাহিনীটি আপলোড করা হল। নিজে দেখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর এভাবে আপনিও ধর্মপ্রচার জনিত পূণ্যের অংশীদারী হোন...
Posted on: Thu, 24 Jul 2014 13:01:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015