ভারত আমার প্রাণ,ভারত - TopicsExpress



          

ভারত আমার প্রাণ,ভারত বিরোধীরা হুশিয়ার সাবধান ঈহুদিরা শক্তিশালী এবং মুসলমানেরা শক্তিহীন কেন? পৃথিবীতে ইহুদির সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ। এই জনসংখ্যায় প্রতি ১ জন ইহুদীর জন্য মুসলমানের সংখ্যা ১০০ জনের ও বেশী। অথচ ইহুদীরা মুসলমানদের তুলনায় শক্তিশালী, কেন? আলবার্ট আইনস্টাইন ছিলেন ইহুদী। টাইম ম্যাগাজিনের নির্বাচনে নির্বাচিত শতাব্দীর সেরা মানব “ সিগমন্ড ফ্রয়েড” ছিলেন ইহুদী সিগমন্ড ফ্রয়েড কে বলা হয়ে থাকে “ সাইকোএনালিসিসের জনক” কার্ল মার্কস, পল স্যামুয়েলসন , মিল্টন ফ্রয়েডম্যান এরা সবাই ছিলেন ইহুদী। অনান্য উল্লেখযোগ্য ইহুদী যারা সমগ্র মানব কল্যানে নিবেদিত ছিলেন এবং তাদের অবদান হল- বেঞ্জামিন রুবিন(Benjamin Rubin ) প্রতিরোধক ভ্যাক্সিনের সুচ আবিস্কার, জোনাস সক ( Jonas Salk ) পোলিও ভ্যাক্সিনের উদ্ভাবক। এলার্ট সেবিন- Alert Sabin মুখে খাওয়ার পোলিও প্রতিরোধক ভ্যাক্সিনের উদ্ভাবক। গারট্রুড এলিওন Gertrude Elion রক্ত ক্যান্সারের ঔষধ আবিস্কার, বারুখ ব্লুমবার্গ (Baruch Blumberg )- হেপাটাইটিস বি’র প্রতিষেধক আবিস্কার, পল আরলিখ-( Paul Ehrlich) সিফিলিসে ঔষধ আবিস্কার, এলি মেচনিকফ(Elie Metchnikoff ) সংক্রামক রোগের উপর নোবেলজয়ী বিজ্ঞানী। বার্নার্ড কাজ (Bernard Katz) স্নায়ু এবং মাংশপেশীর উপর নোবেলজয়ী, এনড্রু শ্যালী (Andrew Schally) এন্ডোক্রাইনোলজী’র উপর নোবেলজয়ী, আরন বেক-( Aaron Beck)- কগনিটিভ থেরাপী- মানসিক ব্যাধি চিকিৎসার উপায়। গ্রেগরী পিনকাস- Gregory Pincus জন্ম নিরোধক বড়ি জর্জ ওয়াল্ড (George Wald) মানব চক্ষুর উপর কাজের জন্য নোবেলজয়ী বিজ্ঞানী,স্ট্যা নলী কোহেন. (Stanley Cohen) ভ্রুনবিদ্যায় embryology নোবেলজয়ী, উইলেম কলফ(Willem Kolff ) কিডনী ডায়ালাইসিস যন্ত্রের আবিস্কারক। নোবেল পুরস্কারের ১০৫ বছরের ইতিহাসে নোবেলজয়ী ইহুদীর সংখ্যা-১৮০, মুসলমানের সংখ্যা- ৩। ইহুদীরা এত শক্তিশালী কেন? স্টানলী মেজর (Stanley Mezor ) মাইক্রোপ্রসেসিং চিপসের আবিস্কারক, (micro-processing chip.) লিও সিলার্ডLeo Szilard পারমানবিক শক্তির “ চেইন রিয়্যাক্টরের এর উদ্ভাবক the first nuclear chain reactor; পিটার শুলজ (Peter Schultz) অপটিক্যাল ফাইবার কেবল the optical fibre cable; চার্লস এডলার Charles Adler – ট্রাফিক লাইট traffic lights; বেনো স্ট্রস Benno Strauss – ইস্পাত stainless steel; ইসাডর কিস- Isador Kisee - সবাক চলচিত্র sound movies; এমিল বার্লিনার Emile Berliner – টেলিফোন মাইক্রোফোন telephone microphone and চার্লস গিনসবার্গ Charles Ginsburg – ভিডিও টেপ রেকর্ডার videotape recorder. ব্যাবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য ইহুদীরা - র্যালফ লরেন Ralph Lauren- পোলো (Polo), লেভী স্ট্রস Levis Strauss লেভী’স জিনস(Levis Jeans), হাওয়ার্ড শুলজ Howard Schultz স্টারবাক (Starbucks) , সের্গেই ব্রিন Sergey Brin গুগল(Google), মাইকেল ডেল ( Michael Dell ) ডেল কম্পিউটার (Dell Computers),ল্যারি এলিসন Larry Ellison (Oracle), প্রশাসনিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ইহুদীরা- হেনরী কিসিঙ্গার (Henry Kissinger) এবং ম্যাডলিন অলব্রাইট (Madeleine Albright) আমেরিকার প্রাক্তন পররাস্ট্র মন্ত্রী (American Foreign Secretary) ) ম্যাক্সিম লিটভিনভ(Maxim Litvinov)- রাশিয়ার পররাস্ট্র মন্ত্রী (USSR Foreign Minister), ডেভিড মার্শাল David Marshal সিঙ্গাপুরের মুখ্যমন্ত্রী, বেঞ্জামিন ডিজরেলী Benjamin Disraeli বৃটিশ রাস্ট্রনায়ক ও লেখক (British statesman and author), পিয়েরে মেনডেস (Pierre Mendes )- ফরাসী প্রধানমন্ত্রী (French Prime Minister), মাইকেল হাওয়ার্ড(Michael Howard )- বৃটিশ স্বরাস্ট্রমন্ত্রী (British Home Secretary),. মানব কল্যানে দাতা হিসেবে ইহুদী- জর্জ সরস- পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানের উন্নয়নে যিনি দিয়েছেন ৪০০ কোটি ডলারের ও বেশী, ওয়াল্টার এনেনবার্গ জ্ঞান সাধনার উন্নয়ন কল্পে দিয়েছেন ২০০ কোটি ডলার। হলিউডের প্রতিষ্ঠাতা একজন ইহুদী। হলিউডের অনেক অভিনেতা,অভিনেত্রী পরিচালক, ইহুদি। আমেরিকার রাজধানী ওয়াশিংটনের এক উল্ল্যেখযোগ্য প্রতিষ্ঠান হল আমেরিকান ইজরায়েলী পাবলিক এফেয়ার্স কমিটি American Israel Public Affairs Committee, or AIPAC.। ইজরায়েলের প্রধানমন্ত্রী যদি বলেন পৃথিবী গোল পরদিন আমেরিকান কংগ্রেসে ইজরায়েলী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আইন পাশ করা হবে ‘ পৃথিবী গোল” এ যাবত কালের সবচে’ বেশী ইন্টেলিজেন্স কোশেন্ট বা আই কিউ(২৫০-৩০০) ছিলেন একজন ইহুদী, উইলিয়াম জেমস সিডিস(William James Sidis) প্রশ্নঃ- ইহুদীরা এত শক্তিশালী কেন? উত্তরঃ- শিক্ষা পৃথিবীতে মুসলমানের সংখ্যা ১৪০ কোটির ও বেশী, এই সংখ্যা হিন্দুদের বা বৌদ্ধদের দ্বিগুন, পৃথিবীতে প্রতি পাঁচজনের একজন মুসলমান, অথচ মুসলমানদের এমন দুরবস্থা কেন? অর্গানাইজেশান অফ ইসলামিক কান্ট্রি’জ বা ও আই সি’র সদস্য সংখ্যা ৫৭, ঐ দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট ৫০০ , প্রতি ৩০ লক্ষ লোকের জন্য একটি বিশ্ববিদ্যালয়, অথচ আমেরিকাতে প্রতি ৫৭,০০০ লোকের জন্য একটি বিশ্ববিদ্যালয় , প্রতিবেশী দেশ ভারতেই রয়েছে ৮,৪০৭টি বিশ্ববিদ্যালয়। ২০০৪ সালের সাংহাইয়ের জিয়াও টং বিশ্ববিদ্যালয় পৃথিবীর বিশ্ববিদ্যালয় সমূহের র্যাঙ্কিং এ মুসলিম দেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম ছিল না। ইউ এন ডি পি’র সুত্র অনুসারে খৃস্টান দেশ গুলোতে শিক্ষার হার ৯০ শতাংশের ও বেশী ১৫টি খৃস্টান দেশে শিক্ষার হার ১০০% আর মুসলিম দেশগুলোতে তা ৪০ শতাংশ এবং কোন মুসলমান দেশে ১০০% শিক্ষার হার নেই। খৃস্টান বিশ্বে যেখানে বিশ্ববিদ্যালয়ে পাঠ নিয়েছেন শিক্ষিত জনগোষ্ঠীর ৪০ শতাংশ সেখানে মুসলিম বিশ্বে তা ২%। মুসলিম বিশ্বে প্রতি ১০ লক্ষ জনের জন্য রয়েছেন ২৩০ জন বিজ্ঞানী সেখানে আমেরিকাতে রয়েছেন ৪,০০০ জন। সমগ্র আরব বিশ্বে মোট গবেষকের সংখ্যা ৩৫,০০০ এবং প্রতি ১০ লক্ষ লোকের জন্য রয়েছে ৫০জন কারিগর বা টেকনিসিয়ান খৃস্টান বিশ্বে প্রতি ১০ লক্ষ জনের জন্য টেকনিসিয়ান-১০০০ জন।গবেষনার পেছনে খৃস্টান বিশ্ব যেখানে খরচ করে জি,ডি,পি’র ৫% সেখানে মুসলিম বিশ্বে তা ০ .২%। পাকিস্তানে প্রতি ১০০০ জনের জন্য রয়েছে ২৩টি সংবাদপত্র সেখানে সিঙ্গাপুরে তা ৩৬০টি। বৃটেনে প্রতি ১০ লক্ষ জনের জন্য রয়েছে ২০০০টি টাইটেলের বই সেখানে মিশরে তার সংখ্যা মাত্র ২০। উচ্চ প্রযুক্তি’র পন্য রফতানী জ্ঞান বিজ্ঞানের সূচক। পাকিস্তানের ক্ষেত্রে তা ১%, সৌদি আরব, কুয়েত, মরক্কো, আলজেরিয়া ইত্যাদির ক্ষেত্রে তা .৩% এবং সিঙ্গাপুরে তা ৫৮%। ৫৭টি ও আই,সি দেশের জি,ডি,পি, ২ ট্রিলিয়ন সেখানে আমেরিকার ১২ ট্রিলিয়ন, চীনের ৮ ট্রিলিয়ন, জাপান ৩.৮ ট্রিলিয়ন, ভারত- ১.৭৫ ট্রিলিয়ন, জার্মানী ২.৪ ট্রিলিয়ন।( purchasing power parity basis). সৌদি আরব, আরব আমীরাত, কুয়েত এবং কাতার মিলে উৎপাদন করে ৫০০ বিলিয়ন ডলারের পন্য( বেশীর ভাগ তেল) সেখানে স্পেনের তা ১ ট্রিলিয়নের উপরে, পোল্যান্ডের ৪৮৯ বিলিয়ন এবং থাইল্যান্ডের তা ৫৪৫ বিলিয়ন। সমস্ত কিছুর কারন কি শিক্ষার অভাব নয়? বিঃদ্রঃ - ব্লিৎস পত্রিকা ৮ই জানুয়ারী ২০১০ সংখ্যা থেকে অনুদিত। লেখক ডঃ ফারুক সালীম । লেখাটার শেষের কয়েক লাইন অনুবাদ করতে সাহস পাই নি। এ পরিবর্তনের কারন হল পরিপূর্ন অনুবাদ অনেকের কাছে সুখকর হবে না এবং ফারুক সালীমের পরিবর্তে আমার উদ্দেশ্যে”বানী” বর্ষিত হবে এমনকি ধড়ের উপরের মাথাটাও হারাতে পারি। Translated by Birendra Bhattacharjee Thu Unlike · 44 Comments · Share You and 227 others like this. View previous comments Liton Sutradhar Txns sir... Like · 1 person · Yesterday at 2:01am Shyamal Kumar Das Mr. Billah: Here we go!!! So, Muslims are in the same community (ummah). This is what I was expecting to listen from you. Culture has no universal grounding as I repeatedly mentioned. I think I said the same thing on culture. Cultures have multidimensional facets. Culture is composed of religious values, beliefs, language, symbols, dress code, food habit, technology, festivals, songs, poetry etc. In short, it has both material and non- material aspects. Therefore, any standard discipline conducting cultural studies (e.g. anthropology, sociology, even political science) takes religion as a mere component of a culture. Definitely religion is integral of a society as other elements of culture are. Also, a culture may have different religious values which interact with each other. Look at ourselves. If it is not extremely homogenous in religion (e.g. Saudi Arabia, Kuwait) religion has less to dictate in culture (e.g. India, Bangladesh, Indonesia, Malaysia etc.). Even when the society is homogenous in religion, it may take a different path than others (e.g. Qatar, United Arab Emirates, Bahrain etc.). As you mentioned culture in some situations have multidimensional paradigm ( I have little difficulty in understanding the use of the term paradigm here though), you implicitly reject any Muslim society with such configuration as Islamic. Culture cannot stay intact or stagnant. There is a continuous process of cultural exchange. The Muslim societies cannot be beyond this natural law. That is the reason why we see changes over time. Even Iran has a huge change in their cultural spectrum over time. Look at Iranian movies. Many of these are real classics in the evaluation of media experts while many Muslim societies consider the production of them as sins!!! We always express our phobia about outside cultural intervention or aggression. I do not think our culture is that weak which cannot determine what is to be taken and what is to be rejected. The panic of Indian culture is not new; yet we stay strong with our cultural identity with multifaceted elements. Any real culture can demarcate between good and bad. Also, we cannot deny the effects of time. Thank you very much for enlighten me on a particular view in dealing with culture and religion. Edited · Like · 2 people · Yesterday at 2:24am Abu Billah Yes this is the fact that the cultural progression is beyond a rigid restriction but it can be accommodating in an Islamic society within the ambiance of Islamic principles. Cultural exchange should also follow the similar dimension. Iranian movies demonstrate one of the most influential in the most renowned film festivals of the world. We can find the unique characteristics of its story dimension and mood of acting. I hope your faith about the strength of our culture to determine the good and bad become true. Thank you very much for sharing with me with passion and wisdom. Edited · Like · 2 people · Yesterday at 2:53am Rukan Uddin Parvez আলোচ্য প্রবন্ধটি অত্যন্ত তথ্যবহুল কিন্ত যদি পৃথিবীতে মুসলিমদের অতীত অবদান উল্লেখ করা হতো তাহলে এটা নিরপেক্ষ হতো।অথচ এক সময় মুসলিমরা ছিল জ্ঞান বিজ্ঞানের শীর্ষ। ইবনে সীনা, আলরাজী, জাবের ইবনে হাইয়ান সহ অসংখ্য মুসলিমদের অবদান অনস্বীকার্য। ইহুদী, খ্রিস্টােনদের সভ্যতা শিখিয়েছে মুসলমানরা।ব্রিট েনে টয়লেটের ব্যবহার শিখিয়েছে মুসলমানরা। Like · 4 people · Yesterday at 10:04am Humayun Kabir প্রশ্নটা ইহুদীরা কেন শক্তিশালী না হয়ে হওয়া উচিত ছিল - মুসলমানরা কেন এত দুর্বল? তাহলে উত্তরটা পেতে অনেক সুবিধা হতো। আসলে সে প্রশ্ন করেও তেমন লাভ হবে না। ইহুদীদের যে শক্তির কথা আমরা বলছি তা ইহুদী বলে আলাদা কিছু নয়; শক্তিটা এসেছে জায়নবাদ থেকে। জায়নবাদ এক ধরণের ইহুদীবাদ। এর সাথে ধর্মের যোগ থাকলেও তা তার চেয়েও বেশী কিছু। শিক্ষা, বিজ্ঞান বলে যাদের নাম করা হল তারা বিখ্যাত হয়েছেন ইহুদী বলে নয় - এমনকি জায়নবাদের সাথে তাদের সম্পর্কও নাই। তেমনি অনেক মুসলিম জ্ঞানী গুণীর কথা অনেকেই বলেছেন তারা কেউ মুসলমান বলে খ্যাতি লাভ করেননি। ইতিহাস ঘেঁটে দেখবেন এইসব মুসলিম জ্ঞানী গুণীরা স্বকালে কতটা নিগৃহীত হয়েছেন। শক্তি বলতে আমরা কি বুঝছি তার উপর নির্ভর করছে উত্তরটা কি হবে। কিন্তু প্রশ্নটাই যদি ভুল হয় তাহলে উত্তর পাওয়া দুরাশা মাত্র। প্রকৃত মুসলমান আর প্রকৃত ইহুদী এইসব ক্যাটাগরির মধ্যে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। Like · 2 people · Yesterday at 2:01pm Abu Saleh Mohammad Noman thanx sir Like · Yesterday at 10:18pm Shuburna Chodhuary This is research question Like · 3 hours ago Abu Billah Thank you all for your nice comments and encouragement Like · 44 minutes ago Mohammad Saiful Islam One Hitlar = half(6000000) ihudi . Why not we r. Be united demolish ihudi Like · 33 minutes ago Jobeda Khaton ঈহুদিরা শক্তিশালী এবং মুসলমানেরা শক্তিহীন এর পিছনের গোপন রহস্য নাকি মুছলিমদের মধ্যে শিক্ষার অভাব। তাহলে মুছলিমরা যে দাবী করে আল্লার দেওয়া পবিত্র কোরআনই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষা, হেইডার কি হইব! এহেন ধারণা, মাদ্রাসা শিক্ষা/ইসলাম শিক্ষা নিষিদ্ধ করে দেওয়ার চক্রান্ত কিনা, কিছুই তো বুঝতে পারতেছি না ভারত আমার প্রাণ,ভারত বিরোধীরা হুশিয়ার সাবধান ঈহুদিরা শক্তিশালী এবং মুসলমানেরা শক্তিহীন কেন? পৃথিবীতে ইহুদির সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ। এই জনসংখ্যায় প্রতি ১ জন ইহুদীর জন্য মুসলমানের সংখ্যা ১০০ জনের ও বেশী। অথচ ইহুদীরা মুসলমানদের তুলনায় শক্তিশালী, কেন? আলবার্ট আইনস্টাইন ছিলেন ইহুদী। টাইম ম্যাগাজিনের নির্বাচনে নির্বাচিত শতাব্দীর সেরা মানব “ সিগমন্ড ফ্রয়েড” ছিলেন ইহুদী সিগমন্ড ফ্রয়েড কে বলা হয়ে থাকে “ সাইকোএনালিসিসের জনক” কার্ল মার্কস, পল স্যামুয়েলসন , মিল্টন ফ্রয়েডম্যান এরা সবাই ছিলেন ইহুদী। অনান্য উল্লেখযোগ্য ইহুদী যারা সমগ্র মানব কল্যানে নিবেদিত ছিলেন এবং তাদের অবদান হল- বেঞ্জামিন রুবিন(Benjamin Rubin ) প্রতিরোধক ভ্যাক্সিনের সুচ আবিস্কার, জোনাস সক ( Jonas Salk ) পোলিও ভ্যাক্সিনের উদ্ভাবক। এলার্ট সেবিন- Alert Sabin মুখে খাওয়ার পোলিও প্রতিরোধক ভ্যাক্সিনের উদ্ভাবক। গারট্রুড এলিওন Gertrude Elion রক্ত ক্যান্সারের ঔষধ আবিস্কার, বারুখ ব্লুমবার্গ (Baruch Blumberg )- হেপাটাইটিস বি’র প্রতিষেধক আবিস্কার, পল আরলিখ-( Paul Ehrlich) সিফিলিসে ঔষধ আবিস্কার, এলি মেচনিকফ(Elie Metchnikoff ) সংক্রামক রোগের উপর নোবেলজয়ী বিজ্ঞানী। বার্নার্ড কাজ (Bernard Katz) স্নায়ু এবং মাংশপেশীর উপর নোবেলজয়ী, এনড্রু শ্যালী (Andrew Schally) এন্ডোক্রাইনোলজী’র উপর নোবেলজয়ী, আরন বেক-( Aaron Beck)- কগনিটিভ থেরাপী- মানসিক ব্যাধি চিকিৎসার উপায়। গ্রেগরী পিনকাস- Gregory Pincus জন্ম নিরোধক বড়ি জর্জ ওয়াল্ড (George Wald) মানব চক্ষুর উপর কাজের জন্য নোবেলজয়ী বিজ্ঞানী,স্ট্যা নলী কোহেন. (Stanley Cohen) ভ্রুনবিদ্যায় embryology নোবেলজয়ী, উইলেম কলফ(Willem Kolff ) কিডনী ডায়ালাইসিস যন্ত্রের আবিস্কারক। নোবেল পুরস্কারের ১০৫ বছরের ইতিহাসে নোবেলজয়ী ইহুদীর সংখ্যা-১৮০, মুসলমানের সংখ্যা- ৩। ইহুদীরা এত শক্তিশালী কেন? স্টানলী মেজর (Stanley Mezor ) মাইক্রোপ্রসেসিং চিপসের আবিস্কারক, (micro-processing chip.) লিও সিলার্ডLeo Szilard পারমানবিক শক্তির “ চেইন রিয়্যাক্টরের এর উদ্ভাবক the first nuclear chain reactor; পিটার শুলজ (Peter Schultz) অপটিক্যাল ফাইবার কেবল the optical fibre cable; চার্লস এডলার Charles Adler – ট্রাফিক লাইট traffic lights; বেনো স্ট্রস Benno Strauss – ইস্পাত stainless steel; ইসাডর কিস- Isador Kisee - সবাক চলচিত্র sound movies; এমিল বার্লিনার Emile Berliner – টেলিফোন মাইক্রোফোন telephone microphone and চার্লস গিনসবার্গ Charles Ginsburg – ভিডিও টেপ রেকর্ডার videotape recorder. ব্যাবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য ইহুদীরা - র্যালফ লরেন Ralph Lauren- পোলো (Polo), লেভী স্ট্রস Levis Strauss লেভী’স জিনস(Levis Jeans), হাওয়ার্ড শুলজ Howard Schultz স্টারবাক (Starbucks) , সের্গেই ব্রিন Sergey Brin গুগল(Google), মাইকেল ডেল ( Michael Dell ) ডেল কম্পিউটার (Dell Computers),ল্যারি এলিসন Larry Ellison (Oracle), প্রশাসনিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ইহুদীরা- হেনরী কিসিঙ্গার (Henry Kissinger) এবং ম্যাডলিন অলব্রাইট (Madeleine Albright) আমেরিকার প্রাক্তন পররাস্ট্র মন্ত্রী (American Foreign Secretary) ) ম্যাক্সিম লিটভিনভ(Maxim Litvinov)- রাশিয়ার পররাস্ট্র মন্ত্রী (USSR Foreign Minister), ডেভিড মার্শাল David Marshal সিঙ্গাপুরের মুখ্যমন্ত্রী, বেঞ্জামিন ডিজরেলী Benjamin Disraeli বৃটিশ রাস্ট্রনায়ক ও লেখক (British statesman and author), পিয়েরে মেনডেস (Pierre Mendes )- ফরাসী প্রধানমন্ত্রী (French Prime Minister), মাইকেল হাওয়ার্ড(Michael Howard )- বৃটিশ স্বরাস্ট্রমন্ত্রী (British Home Secretary),. মানব কল্যানে দাতা হিসেবে ইহুদী- জর্জ সরস- পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানের উন্নয়নে যিনি দিয়েছেন ৪০০ কোটি ডলারের ও বেশী, ওয়াল্টার এনেনবার্গ জ্ঞান সাধনার উন্নয়ন কল্পে দিয়েছেন ২০০ কোটি ডলার। হলিউডের প্রতিষ্ঠাতা একজন ইহুদী। হলিউডের অনেক অভিনেতা,অভিনেত্রী পরিচালক, ইহুদি। আমেরিকার রাজধানী ওয়াশিংটনের এক উল্ল্যেখযোগ্য প্রতিষ্ঠান হল আমেরিকান ইজরায়েলী পাবলিক এফেয়ার্স কমিটি American Israel Public Affairs Committee, or AIPAC.। ইজরায়েলের প্রধানমন্ত্রী যদি বলেন পৃথিবী গোল পরদিন আমেরিকান কংগ্রেসে ইজরায়েলী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আইন পাশ করা হবে ‘ পৃথিবী গোল” এ যাবত কালের সবচে’ বেশী ইন্টেলিজেন্স কোশেন্ট বা আই কিউ(২৫০-৩০০) ছিলেন একজন ইহুদী, উইলিয়াম জেমস সিডিস(William James Sidis) প্রশ্নঃ- ইহুদীরা এত শক্তিশালী কেন? উত্তরঃ- শিক্ষা পৃথিবীতে মুসলমানের সংখ্যা ১৪০ কোটির ও বেশী, এই সংখ্যা হিন্দুদের বা বৌদ্ধদের দ্বিগুন, পৃথিবীতে প্রতি পাঁচজনের একজন মুসলমান, অথচ মুসলমানদের এমন দুরবস্থা কেন? অর্গানাইজেশান অফ ইসলামিক কান্ট্রি’জ বা ও আই সি’র সদস্য সংখ্যা ৫৭, ঐ দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট ৫০০ , প্রতি ৩০ লক্ষ লোকের জন্য একটি বিশ্ববিদ্যালয়, অথচ আমেরিকাতে প্রতি ৫৭,০০০ লোকের জন্য একটি বিশ্ববিদ্যালয় , প্রতিবেশী দেশ ভারতেই রয়েছে ৮,৪০৭টি বিশ্ববিদ্যালয়। ২০০৪ সালের সাংহাইয়ের জিয়াও টং বিশ্ববিদ্যালয় পৃথিবীর বিশ্ববিদ্যালয় সমূহের র্যাঙ্কিং এ মুসলিম দেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম ছিল না। ইউ এন ডি পি’র সুত্র অনুসারে খৃস্টান দেশ গুলোতে শিক্ষার হার ৯০ শতাংশের ও বেশী ১৫টি খৃস্টান দেশে শিক্ষার হার ১০০% আর মুসলিম দেশগুলোতে তা ৪০ শতাংশ এবং কোন মুসলমান দেশে ১০০% শিক্ষার হার নেই। খৃস্টান বিশ্বে যেখানে বিশ্ববিদ্যালয়ে পাঠ নিয়েছেন শিক্ষিত জনগোষ্ঠীর ৪০ শতাংশ সেখানে মুসলিম বিশ্বে তা ২%। মুসলিম বিশ্বে প্রতি ১০ লক্ষ জনের জন্য রয়েছেন ২৩০ জন বিজ্ঞানী সেখানে আমেরিকাতে রয়েছেন ৪,০০০ জন। সমগ্র আরব বিশ্বে মোট গবেষকের সংখ্যা ৩৫,০০০ এবং প্রতি ১০ লক্ষ লোকের জন্য রয়েছে ৫০জন কারিগর বা টেকনিসিয়ান খৃস্টান বিশ্বে প্রতি ১০ লক্ষ জনের জন্য টেকনিসিয়ান-১০০০ জন।গবেষনার পেছনে খৃস্টান বিশ্ব যেখানে খরচ করে জি,ডি,পি’র ৫% সেখানে মুসলিম বিশ্বে তা ০ .২%। পাকিস্তানে প্রতি ১০০০ জনের জন্য রয়েছে ২৩টি সংবাদপত্র সেখানে সিঙ্গাপুরে তা ৩৬০টি। বৃটেনে প্রতি ১০ লক্ষ জনের জন্য রয়েছে ২০০০টি টাইটেলের বই সেখানে মিশরে তার সংখ্যা মাত্র ২০। উচ্চ প্রযুক্তি’র পন্য রফতানী জ্ঞান বিজ্ঞানের সূচক। পাকিস্তানের ক্ষেত্রে তা ১%, সৌদি আরব, কুয়েত, মরক্কো, আলজেরিয়া ইত্যাদির ক্ষেত্রে তা .৩% এবং সিঙ্গাপুরে তা ৫৮%। ৫৭টি ও আই,সি দেশের জি,ডি,পি, ২ ট্রিলিয়ন সেখানে আমেরিকার ১২ ট্রিলিয়ন, চীনের ৮ ট্রিলিয়ন, জাপান ৩.৮ ট্রিলিয়ন, ভারত- ১.৭৫ ট্রিলিয়ন, জার্মানী ২.৪ ট্রিলিয়ন।( purchasing power parity basis). সৌদি আরব, আরব আমীরাত, কুয়েত এবং কাতার মিলে উৎপাদন করে ৫০০ বিলিয়ন ডলারের পন্য( বেশীর ভাগ তেল) সেখানে স্পেনের তা ১ ট্রিলিয়নের উপরে, পোল্যান্ডের ৪৮৯ বিলিয়ন এবং থাইল্যান্ডের তা ৫৪৫ বিলিয়ন। সমস্ত কিছুর কারন কি শিক্ষার অভাব নয়? বিঃদ্রঃ - ব্লিৎস পত্রিকা ৮ই জানুয়ারী ২০১০ সংখ্যা থেকে অনুদিত। লেখক ডঃ ফারুক সালীম । লেখাটার শেষের কয়েক লাইন অনুবাদ করতে সাহস পাই নি। এ পরিবর্তনের কারন হল পরিপূর্ন অনুবাদ অনেকের কাছে সুখকর হবে না এবং ফারুক সালীমের পরিবর্তে আমার উদ্দেশ্যে”বানী” বর্ষিত হবে এমনকি ধড়ের উপরের মাথাটাও হারাতে পারি। Translated by Birendra Bhattacharjee Thu Unlike · 44 Comments · Share You and 227 others like this. View previous comments Liton Sutradhar Txns sir... Like · 1 person · Yesterday at 2:01am Shyamal Kumar Das Mr. Billah: Here we go!!! So, Muslims are in the same community (ummah). This is what I was expecting to listen from you. Culture has no universal grounding as I repeatedly mentioned. I think I said the same thing on culture. Cultures have multidimensional facets. Culture is composed of religious values, beliefs, language, symbols, dress code, food habit, technology, festivals, songs, poetry etc. In short, it has both material and non- material aspects. Therefore, any standard discipline conducting cultural studies (e.g. anthropology, sociology, even political science) takes religion as a mere component of a culture. Definitely religion is integral of a society as other elements of culture are. Also, a culture may have different religious values which interact with each other. Look at ourselves. If it is not extremely homogenous in religion (e.g. Saudi Arabia, Kuwait) religion has less to dictate in culture (e.g. India, Bangladesh, Indonesia, Malaysia etc.). Even when the society is homogenous in religion, it may take a different path than others (e.g. Qatar, United Arab Emirates, Bahrain etc.). As you mentioned culture in some situations have multidimensional paradigm ( I have little difficulty in understanding the use of the term paradigm here though), you implicitly reject any Muslim society with such configuration as Islamic. Culture cannot stay intact or stagnant. There is a continuous process of cultural exchange. The Muslim societies cannot be beyond this natural law. That is the reason why we see changes over time. Even Iran has a huge change in their cultural spectrum over time. Look at Iranian movies. Many of these are real classics in the evaluation of media experts while many Muslim societies consider the production of them as sins!!! We always express our phobia about outside cultural intervention or aggression. I do not think our culture is that weak which cannot determine what is to be taken and what is to be rejected. The panic of Indian culture is not new; yet we stay strong with our cultural identity with multifaceted elements. Any real culture can demarcate between good and bad. Also, we cannot deny the effects of time. Thank you very much for enlighten me on a particular view in dealing with culture and religion. Edited · Like · 2 people · Yesterday at 2:24am Abu Billah Yes this is the fact that the cultural progression is beyond a rigid restriction but it can be accommodating in an Islamic society within the ambiance of Islamic principles. Cultural exchange should also follow the similar dimension. Iranian movies demonstrate one of the most influential in the most renowned film festivals of the world. We can find the unique characteristics of its story dimension and mood of acting. I hope your faith about the strength of our culture to determine the good and bad become true. Thank you very much for sharing with me with passion and wisdom. Edited · Like · 2 people · Yesterday at 2:53am Rukan Uddin Parvez আলোচ্য প্রবন্ধটি অত্যন্ত তথ্যবহুল কিন্ত যদি পৃথিবীতে মুসলিমদের অতীত অবদান উল্লেখ করা হতো তাহলে এটা নিরপেক্ষ হতো।অথচ এক সময় মুসলিমরা ছিল জ্ঞান বিজ্ঞানের শীর্ষ। ইবনে সীনা, আলরাজী, জাবের ইবনে হাইয়ান সহ অসংখ্য মুসলিমদের অবদান অনস্বীকার্য। ইহুদী, খ্রিস্টােনদের সভ্যতা শিখিয়েছে মুসলমানরা।ব্রিট েনে টয়লেটের ব্যবহার শিখিয়েছে মুসলমানরা। Like · 4 people · Yesterday at 10:04am Humayun Kabir প্রশ্নটা ইহুদীরা কেন শক্তিশালী না হয়ে হওয়া উচিত ছিল - মুসলমানরা কেন এত দুর্বল? তাহলে উত্তরটা পেতে অনেক সুবিধা হতো। আসলে সে প্রশ্ন করেও তেমন লাভ হবে না। ইহুদীদের যে শক্তির কথা আমরা বলছি তা ইহুদী বলে আলাদা কিছু নয়; শক্তিটা এসেছে জায়নবাদ থেকে। জায়নবাদ এক ধরণের ইহুদীবাদ। এর সাথে ধর্মের যোগ থাকলেও তা তার চেয়েও বেশী কিছু। শিক্ষা, বিজ্ঞান বলে যাদের নাম করা হল তারা বিখ্যাত হয়েছেন ইহুদী বলে নয় - এমনকি জায়নবাদের সাথে তাদের সম্পর্কও নাই। তেমনি অনেক মুসলিম জ্ঞানী গুণীর কথা অনেকেই বলেছেন তারা কেউ মুসলমান বলে খ্যাতি লাভ করেননি। ইতিহাস ঘেঁটে দেখবেন এইসব মুসলিম জ্ঞানী গুণীরা স্বকালে কতটা নিগৃহীত হয়েছেন। শক্তি বলতে আমরা কি বুঝছি তার উপর নির্ভর করছে উত্তরটা কি হবে। কিন্তু প্রশ্নটাই যদি ভুল হয় তাহলে উত্তর পাওয়া দুরাশা মাত্র। প্রকৃত মুসলমান আর প্রকৃত ইহুদী এইসব ক্যাটাগরির মধ্যে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। Like · 2 people · Yesterday at 2:01pm Abu Saleh Mohammad Noman thanx sir Like · Yesterday at 10:18pm Shuburna Chodhuary This is research question Like · 3 hours ago Abu Billah Thank you all for your nice comments and encouragement Like · 44 minutes ago Mohammad Saiful Islam One Hitlar = half(6000000) ihudi . Why not we r. Be united demolish ihudi Like · 33 minutes ago Jobeda Khaton ঈহুদিরা শক্তিশালী এবং মুসলমানেরা শক্তিহীন এর পিছনের গোপন রহস্য নাকি মুছলিমদের মধ্যে শিক্ষার অভাব। তাহলে মুছলিমরা যে দাবী করে আল্লার দেওয়া পবিত্র কোরআনই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষা, হেইডার কি হইব! এহেন ধারণা, মাদ্রাসা শিক্ষা/ইসলাম শিক্ষা নিষিদ্ধ করে দেওয়ার চক্রান্ত কিনা, কিছুই তো বুঝতে পারতেছি না
Posted on: Sun, 20 Jul 2014 07:49:46 +0000

© 2015