ভারতে উচ্চ শিক্ষাঃ - TopicsExpress



          

ভারতে উচ্চ শিক্ষাঃ বৃত্তি, পড়ার বিষয় সমূহ ও খরচঃ আবেদনের যোগ্যতাঃ এস এস সি/ ও লেভেল এর পরে ডিপ্লোমা [ নিম্নউল্লেখিত প্রায় সকল বিষয়ে], এইচ এস সি/ এ লেভেল ও ডিপ্লোমা শেষ এর পরে ব্যাচেলর , ব্যাচেলর এর পরে মাস্টার্স , এম বিএ , এম ফিল ও পিএইচডির জন্য মাস্টার্স। যেসব বিষয় পড়তে পারবেনঃ ইঞ্জিনিয়ারিং ঃ ইলেকট্রনিক অ্যান্ড কমুনিকেসন [ ECE ], কমপিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং [ CSE], ইনফরমেশন টেকনোলজি [ IT ], মেকানিক্যাল [ ME ], সিভিল [ CE ], ইলেকট্রিকাল [ EE ], ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স [ EEE ], বায়ও টেকনোলজি [ BIO TECHNOLOGY ] , ন্যানো টেকনোলজি [ NANO TECHNOLOGY ] , ফুড টেকনোলজি [ FOOD TECHNOLOGY], অটো মোবাইল [ AUTO MOBILE ], এনভায়রনমেন্ট [ ENVIRONMENTAL ENG.], এগ্রি কালচারাল [ AGRICULTURAL ENG.] , ইলেকট্রনিক অ্যান্ড ইন্সট্রুমেনটাল [ ELECTRONIC & INSTRUMENTAL ], মেকাট্রনিক্স [ MEKATRONICS ], আর্কিটেক্ট [ ARCHITECT ] খরচঃ বছরে ৬৯ হাজার রুপী থেকে ১ লক্ষ ৪৯ হাজার রুপী কোর্স ভেদে [ ১ রুপী = ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা ] । সাইন্স বিষয় সমূহঃ ফার্মাসি [ PHARMACY ] , মাইক্রোবায়োলোজী [ MICRO BIOLOGY ], বোটানি [ BOTANY ], জূওলোজী [ ZOOLOGY ], কেমিস্ট্রি [ CHEMISTRY ], ফিজিক্স [PHYSICS], ম্যাথ [ MATH ], কমপিউটার অ্যাপ্লিকেশন [ COMPUTER APPLICAION]। এগ্রি কালচারাল [ BSC AGRICULTURE ], নিউট্রিশন অ্যান্ড ডায়েট , আরবান প্লানিং [ URBAN PLANNING ] ইত্যাদি । খরচঃ বছরে ৪৯ হাজার রুপী থেকে ৭৯ হাজার রুপী কোর্স ভেদে [ ১ রুপী = ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা ] কমার্স বিষয় সমূহঃ বিবিএ [ BBA ], এমবিএ [ MBA ] মোট ৭ টি বিষয়ে , বিকম [ B.COM ] । খরচঃ বছরে ৬৯ হাজার রুপী [বিবিএ ] থেকে ১ লক্ষ ৬৯ হাজার রুপী [এমবিএ ] কোর্স ভেদে , [ ১ রুপী = ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা ] হোটেল ম্যানেজমেন্টঃ বিএসসি ইন হোটেল ম্যানেজমেন্ট [ Bsc IN HOTEL MANAGENT ], বিএসসি ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং [ Bsc IN HOTEL MANAGENT & CATERING ] ,বিএসসি ইন এয়ার লাইন্স টুরিসম অ্যান্ড হসপিটালিটি [ Bsc IN AIR LINES TOURISM AND HOSPITALITY ] । খরচঃ বছরে ৭৯ হাজার রুপী [বিবিএ ] থেকে ১ লক্ষ ০৯ হাজার রুপী কোর্স ভেদে , [ ১ রুপী = ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা ] আর্টস ও সামাজিক বিজ্ঞান বিষয় সমূহঃ অর্থনীতি [ ECONOMICS ], আইন [ LAW ], শিক্ষা [ EDUCATION ] , হোম সাইন্স [ HOME SCIENCE ], ইণ্টেরিয়র ডিজাইনিং [ INTERIOR DESINGING ], ফ্যাশন ডিজাইনিং [ FASHION DESIGNING ], মালটি মিডিয়া স্টাডিজ [ MULTI MEDIA STUDIES ] , জারনালিজম অ্যান্ড ফিল্ম প্রডাকশন [ JOURNALISM & FILM PRODUCTION ] , ফাইন আর্টস [ FINE ARTS ], ফিজিওথেরাপি [ PHISIOTHERAPY ], প্যারা মেডিক্যাল সাইন্স [ PARA MEDICAL SCIENCE ], বি এ ইন আর্টস [ B.A IN ARTS ], লাইব্রেরি সাইন্স [ LIBRARY SCIENCE ] । খরচঃ বছরে ২৯ হাজার রুপী [বিবিএ ] থেকে ১ লক্ষ ০৯ হাজার রুপী [ কোর্স ভেদে ], [ ১ রুপী = ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা ] স্কলারশিপঃ যদি ৭৫% মার্কস থাকে তাহলে ১০% আর ৮৫% মার্কস থাকলে ২০% আই ই এল টি এস ও ব্যাংক স্পন্সরঃ প্রয়োজন নেই ভিসা সম্ভাবনাঃ ৯৯ ভাগ । ভারতে বছরে এক বার ই ভর্তি হওয়া যায় , সেক্ষেত্রে এই বছর ভর্তি হতে না পারলে পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
Posted on: Thu, 31 Oct 2013 20:13:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015