ভারতের উত্তর - TopicsExpress



          

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে মুসলিমবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়েছে। শনিবার থেকে শুরু হওয়ায় ভয়াবহ দাঙ্গায় নিহতের সংখ্যা ৩১-এ উন্নীত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও পাঁচ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশকে দাঙ্গাবাজদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের মুফাফফরনগরের দাঙ্গা থেকে জীবন রক্ষার জন্য বহু মুসলমান ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে হিন্দু মৌলবাদীরা। তাদের দোকানপাট লুটপাট করা হয়েছে। অনেক মুসলমান উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে। মুসলামানরা অভিযোগ করেছেন, তারা আক্রান্ত হলেও কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি। এনডিটিভি জানায়, দাঙ্গায় সবচেয়ে বেশি বিধ্বস্ত ফুগানা নামের একটি গ্রামের মুসলমানদের ওপর সোমবার গভীর রাতে হামলা চালানো হয়েছে। এখানে মুসলমানরা সংখ্যালঘু। মুজাফফরনগর থেকে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত গ্রামটিতে মুসলমানের সংখ্যা ২ হাজার, কিন্তু হিন্দুর সংখ্যা ২০ হাজার। প্রাণ বাঁচাতে গ্রামটি ছেড়ে শত শত পরিবার পায়ে হেঁটে কিংবা ট্রাকে গাদাগাদি করে অন্যত্র গিয়ে জড়ো হচ্ছেন। তাদের আশা সংখ্যায় বেশি হলে তাদের শক্তি বাড়বে, সরকারি সাহায্যও মিলবে। কিন্তু সরকারি সাহায্যের কোনো লক্ষণ দেখা যায়নি। উল্লেখ্য, মুজাফফরনগরে গত মাসে এক মুসলমান যুবক একটি হিন্দু মেয়েকে নির্যাতন করলে বিরোধের সূত্রপাত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ওই ঘটনার প্রতিবাদে শনিবার মুজাফফরনগরের কাওয়াল গ্রামে বৈঠকে করে মুসলমাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয় পঞ্চায়েত নেতারা। এরপর মুসলমানদের ওপর হামলা চালানো হয়। এ থেকেই দাঙ্গার সূত্রপাত। মুজাফফরনগরে মুসলিমবিরোধী দাঙ্গায় হিন্দু মৌলবাদী দল বিজেপির পাশাপাশি ক্ষমতাসীন কংগ্রেসও নেতৃত্ব দিয়েছে। উস্কানির অভিযোগে যে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের মাধ্যে বিজেপির ৪ সংসদ সদস্য এবং এক কংগ্রেস নেতাও রয়েছেন। এছাড়া একটি ভুয়া ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে দাঙ্গা সৃষ্টির অভিযোগে ও অন্য একটি মামলায় ২৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী বছরের শুরুর দিকেই ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় দাঙ্গার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে ক্ষমতাসীন কংগ্রেস। প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেষ যাদবের কাছে টেলিফোন করে ঘটনার বিস্তারিত জেনেছেন এবং কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে জানাতে বলেছেন।
Posted on: Tue, 10 Sep 2013 03:53:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015