ভালোবাসা জিনিস টা কি - TopicsExpress



          

ভালোবাসা জিনিস টা কি খুব ভালো করেই বুঝতে পারলাম, মন - প্রান দিয়ে একজন কে ভালোবাসলাম, ৪ (চার) টা বছরে শুধু কষ্ট, যন্ত্রনা, অবহেলা, আঘাত, ও অপমান ছাড়া আর কিছুই পেলাম না । তবে হ্যা আমার ভালোবাসা টা ছিলো একতরফা, কখনোই সেই মানুষটির কাছে গিয়ে বলতে পারি নি আমার মনের কথা । তাতে কি ? ও তো খুব ভালো করেই জানতো যে আমি ওকে কতোটা চাইতাম । পরে কিছু দিন যাওয়ার পর যখন নিজেকে গোছালাম । পরে একজন আমাকে চাইলো তাও ফেসবুক থেকে, অনেক দিন মেসেজ দেয় রিপ্লাই দেই নি, একদিন কথা হলো তারপর আসতে আসতে হয়ে গেলো সম্পর্ক । এই মানুষ টাকে মানা করতে পারি নি, এই জন্য যে আমি তো একটা কষ্ট পেয়ে আসছি, আমি ওকে মানা করে দিলে ও এ কষ্ট টা পাবে । আর আমি জেনে / বুঝে ওকে সেই কষ্ট টা দেই কি করে ? আমি তো যানি এ কষ্ট কতোটা যন্ত্রনাদায়ক । তাই জড়িয়ে নিয়ে ছিলাম আমার জীবনে, আমি ওকে সব দিক থেকে ছাড় দিয়ে রেখে ছিলাম কখনো কোনো প্রকার সন্দেহ বা নেগেটিভ কিছুই ভাবি নি, শুধু বলতাম যে যাই করবা শুধু একবার আমাকে জানিয়ে করিও । এভাবে ও বলে ছিলাম যে আমার পরেও যদি তোমাকে কারো ভালো লেগে যায় আমাকে বলবা আমি নিজে সেই ছেলেকে তোমার হয়ে বোঝাবো । এভাবে কেউ বলবে তার ভালোবাসার মানুষটিকে ? কিন্তু , আমি বলেছি । তাও আমাকে না জানিয়ে কোনো কাজ কোরো না । তোমার সুখ ই হবে আমার সুখ, তুমি যাই বলবে আমার যতোই কষ্ট হোক আমি মানবো, অবশ্য আমার দেয়া সব কথাই আমি পালন করেছি । ও বলে ছিলো ও আমাকে ছেড়ে কখনোই যাবে না, তবে এখন মনে হচ্ছে সেই গুলো ছিলো এক মিথ্যে অভিনয়, ও আমার বিশ্বাসের মর্জাদা দেয় নি, এক এক করে আমার সব বিশ্বাস ভেঙ্গেছে । আমাকে না জানিয়েই অনেক কিছুই করে ফেলেছে, আমার আফসোস শুধু একটাই যে ও আমাকে কষ্ট দিয়েছে সয়ে নিলাম, কিন্তু , ও আমার মার মনে আঘাত দিয়েছে, এটা আমি সইতে পারছি না, আমার মা কে ও অনেক কথাই বলে ছিলো । এটার জন্য আমি সারা টা জীবন ভিতরে জলে - পুরে মরবো যে এমন টা আমি কেনো করলাম ? আমার মা কে আমি শেষ পযর্ন্ত কষ্ট দিলাম ? এখন শুধু একটাই দোয়া করবো উপর আল্লাহর কাছে যে ও যাকে পেয়েছে নতুন করে তার থেকে যেনো ও কষ্ট না পায়, ও অনেক সুখে - শান্তি তে ঘর করুক এটাই আমি মন থেকে প্রার্থনা করি ।
Posted on: Fri, 07 Nov 2014 04:25:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015