মাইগ্রেনের সমস্যা নিয়ে - TopicsExpress



          

মাইগ্রেনের সমস্যা নিয়ে গত আড়াই বছর ধরে তিন মাস পর পর ল্যাব এইড এর ডাক্তার দেখিয়েছি। কোন বারই সর্বোচ্চ চার মিনিটের বেশী দেখেনি। হ্যাঁ,চার মিনিট। ভিজিট ৭০০ টাকা।(প্রতি মিনিটের মূল্য ১৭৫টাকা!!!!)।দশ ভিজিটে ৭০০০টাকা। ফলাফল ঘোড়ার ডিম। ঔষধ চেইঞ্জ করে নতুন প্রেস্ক্রিপশন ধরিয়ে দেয়। নতুন ডোজ তিন মাস নিয়ম করে খেলে প্রতিদিন লাগে ৩০টাকা(মাসে ৯০০,তিন মাসে ২৭০০টাকা,দশ ভিজিট শেষে ২৭০০০টাকা)।এছাড়া তিন বার সাতটা টেষ্ট বাবদ প্রায় ১২০০০টাকা!! গত ১০ ভিজিটে টোটাল [২৭০০০+৭০০০+১২০০০=৪৬০০০(ট্রান্সপোর্ট বাবদ গেছে কত জানিনা)] টাকা খরচ হয়েছে ডাক্তার সাহেবদের এক্সপেরিমেন্ট বাবদ!!! আমি যে তাদের কাছে একটা গিনিপিগ সেটা আমিও এখন বুঝি। অথচ তাদেরকে যেখানে মিনিট প্রতি ১৭৫টাকা দিতে হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল প্রেস্ক্রিপশনের জন্য সেখানে প্রতি মিনিটে আমার ইনকাম মাত্র ৩৭ পয়সা। এবং অনেষ্টলি বলছি প্রায় অর্ধলাখ টাকার পুরোটা আমার নিজের ইনকামের নয়। বাবা-মার কাছ থেকে মিথ্যা বলে নেওয়া। নিজের রোগের কথা বলে তাদের কষ্ট দিতে কখনই চাই নি।
Posted on: Wed, 21 Aug 2013 06:24:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015