মেজর জিয়া কে নিয়ে বহু - TopicsExpress



          

মেজর জিয়া কে নিয়ে বহু জেনের বহু কথা ৷তারা কি জানেন ইতিহাসে মেজর জিয়ার কালো অধ্যায়ই বেশি৷ ₹₹তারা কি জানে জিয়ার উত্তরসরীরা জিয়ার স্বাধীনতার ঘোষনা থেকে কতটা শুকৌসলে “on behalf of our great national leader,the supreme commander of bangladesh:SHEIKH MUJIBUR RAHMAN”এই কথা গুলো বাদ দিয়েছেন৷ ₹₹তারা কি জানে যে মেজর জিয়া এই ঘোষণার আগে বাঙালি নিধন করা হবে জেনেও চট্টগ্রামে “সোয়াত” জাহাজ থেকে বিপুল পরিমানে অস্ত্র খালাস করেছেন ? ₹₹ তারা কি জানে যে জিয়া বঙ্গবন্ধুর খুনিদের “গো এ্যাহেড” বলেছিলেন,ক্ষমতায় বসে পঞ্চম সংশোধনীর মাধ্যমে জাতির পিতার খুনিদের বিচার করা যাবে না মর্মে আইনও পাশ করিয়েছিলেন,খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকুরী ও পদোন্নতিও দিয়েছিলেন? ₹₹ তারা কি জানে জিয়া তার মন্ত্রীসভায় একাত্তরে পাকিস্তানের সহযোগী শাহ আজিজকে প্রধানমন্ত্রী আর রাজাকার যুদ্ধাপরাধী আবদুল আলিম এবং মাওলানা মান্নানকে মন্ত্রী করেছিলেন? ₹₹ তারা কি জানে যে জিয়া “বহুদলীয় গণতন্ত্রের” নামে জামাতে ইসলামকে পুনর্বাসিত করেছিলেন,গোলাম আজমকে পাকিস্তানী পাসপোর্টসহ দেশে ফিরিয়ে এনেছিলেন,৭১ সালে পালিয়ে যাওয়া সদ্য ফাঁসির আদেশ প্রাপ্ত যুদ্ধাপরাধী মঈন উদ্দিন ও আশরাফুজ্জামানকে দেশে আসার সুযোগ করে দিয়েছিলেন? ₹₹ তারা কি জানেন জিয়া সামরিক অধ্যাদেশের মাধ্যমে ৭২ এর সংবিধানে ৪০ জায়গায় সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পৃক্ত বাক্য,শব্দ বা অনুচ্ছেদগুলোকে ছুড়ে ফেলেছিলেন? ₹₹ তারা কি জানে জিয়া কর্নেল তাহের, মেজর মুন্জ্ঞুদের মতন বীর দেরকে হত্যা করেছিল৷ জানি যার জানে তারা জেনেও না জানার ভাব করবে৷একটা কথা ভুলেগেলে চলবে না ৷ন্যায় নীতি বিহীন ভালো মানুষ চিনি লবন ছাড়া সরবত৷ জিয়ার কবর যেহেতু প্রশ্নবিদ্ধ তাই ডিএনএ টেষ্ট করতে তাদের এত চুলকানি কেন? হালার কবরে যদি লাশই না থাকে তাইলে মানুষরে বিভ্রান্তিতে রাখার প্রয়োজনীয়তা কি? আর সংসদ ভবনের আশেপাশে কবর স্থান মনে হয় বাংলাদেশেই প্রথম৷
Posted on: Sat, 26 Jul 2014 08:09:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015