মাত্র ১ টাকায় ফরমালিন - TopicsExpress



          

মাত্র ১ টাকায় ফরমালিন টেস্ট । কৃষি বিজ্ঞানী ফারুক বিন হোসেন ইয়ামিন উদ্ভাবিত। মাছ, ফল ও সবজি। ১ টিউব পরিমান পানি নিয়ে মাছ, ফল ও সবজির উপরিবাগ ধুয়ে ঐ পানি টিউবের মধ্যে ঢালুন। ১ ফোঁটা ফরমালিন টেস্টার (দ্রবণ) মিশিয়ে ১ মিনিট ঝাঁকান । দ্রবনের রং হালকা হালুদ বা বর্ণহীন হলে তা ফরমালিনের উপস্তিতি নিশ্চিত করে। অথবা সবুজ /নীল হলে তা ফরমালিন নেই বলে প্রমানিত হবে। ব্রাহ্মণবাড়িয়ায় সব যায়গায় ঔষধের দোকানে এটি পাওয়া যাচেছ। প্রয়োজনে কল করুন পরিবেসকঃ ০১৬৭৪৬৩৮৪০১ ফরমালিনের কারনে দেশের প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত । খাদ্যে ফরমালিন বা ভেজালের কারনে যে আসুখ গুলো হয় তাতে গড়ে ১০ লাখ মানুষ আক্রান্ত হলে প্রতি বছর চিকিৎসা বাবদ ব্যয় হয় ৩ হাজার ৪শ ৬২ কোটি টাকার ও বেশী। পবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কলায় ৯১ শতাংশ, মাল্টায় ১০০ শতাংশ, আপেলে ৫৯ শতাংশ, আঙ্গুরে ৯৫ শতাংশ, খেজুরে ৭৭ শতাংশ, লিচুতে ৯৫ শতাংশ, টমেটোতে ৭৫ শতাংশ, সেমাইয়ে ১০০ শতাংশ, নুডুলসে ৯০ শতাংশ এবং আমে শতকরা ৯৫ শতাংশ ফরমালিন ব্যাবহার করা হচ্ছে। ফরমালিন যুক্ত খাদ্য গ্রহনের ফলে ক্যান্সার, শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার, চর্ম প্রদাহ, লিউকেমিয়া্‌,ব্রেইন কান্সার ও কিডনি রোগের ঝুঁকি বাড়ছে। মহিলাদের অকাল গর্ভপাত, প্রজনন ক্ষমতা হ্রাস ও প্রসবব্জনিত নানা জটিলতাই জন্ম নিচ্ছে প্রতিবন্দি শিশু। খাদ্য মানুষের মৌলিক অধিকার। ফরমালিন সনাক্ত করন পদ্ধতি (ফরমালিন টেস্টার ) দিয়ে যাতে মানুষ সহজে ফরমালিন মুক্ত খাবার নিশ্চিত করতে পারে সে প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে স্বপ্ন বাংলা যা মানুষের কাছে পৌঁছাবে.......জীবনের জন্য নিরাপদ প্রযুক্তি হিসাবে। দেশের প্রতিটি পরিবারে ফরমালিন টেস্টার পৌঁছে দেয়াই স্বপ্ন বাংলার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।যার মাধ্যমে মানুষ সহজে ফরমালিন মুক্ত খাবার নিশ্চিত করতে পারে। Shwapno Bangla Agro Care shwapnobangla
Posted on: Mon, 07 Jul 2014 17:50:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015