মিথ্যা দিয়ে ইসলাম - TopicsExpress



          

মিথ্যা দিয়ে ইসলাম কায়েমের একটা নিদর্শন যদি কেহ পৃথীবি জুড়ে দেখাতে পারেন তাহলে শফি সাহেবকে নিয়ে জামায়াত-শিবিরেরে এই মিথ্যাচারের কোন প্রতিবাদ করবো না..! কিন্তু এমন নিদর্শন ইসলামের ইতিহাস ডায়েরীতে নেই, তাই কিছু না লিখলে পারলাম না.!! আসলে ফেসবুকের জামায়াত শিবিরের কর্মীদের পেছনের রাস্তায় গুড়াকৃমীর আক্রমন বেশি হওয়াতে চুলকানীর জ্বালা সহ্য করতে পারে না. সব কিছু একটু ঠান্ডা থাকুক এটা ওদের সহ্যই হয় না! একটার পর একটা মিথ্যা ইস্যু সামনে এনে বিতর্কে জড়িয়ে থাকতেই পছন্দ করে..! একটু ব্যাক-গ্রাউন্ড থেকে শুরু করি, হেফাজতের সাথে বিএনপি জামায়াত জোট ছাড়া সকল ইসলামী দলের দুরত্ব সৃষ্টির ধুরন্ধর পরিকল্পনা খুব কৌশলে বাস্তবায়ন করলো. কিছু দিন প্রতিবাদের পর সব কিছু যখন ঠান্ডা হয়ে এলো তখনি পীর সাহেবে চরমোনাইর বিভিন্ন বক্তব্যকে বিকৃতি সাধন করে সামনে এনে শিয়ালের হুঁক্কা হুয়া ডাক শুরু করলো!! এটা নিয়ে কয়েকদিন ঝগড়া ছিলো, এর পর আবার সবকিছু ঠান্ডা হয়ে আসতে শুরু করার পরই শুরু করলো নুরুল ইসলাম ওলীপূরী সাহেবকে নিয়ে!! যাক এটা নিয়েও চলছে কয়েকদিন, এখন আবার সামনে নিয়ে আসছে এই মিথ্যাচারের ফতোয়া..! আরে ছাগলের বাচ্চারা, ষ্টেইজে তোদের নেতা ছিলো একজন! তাও মঈনুদ্দীর রূহীকে কিনে তারপর উঠেছে! (হ্যাঁ লংমার্চের ষ্টেইজের কথাই বলছি) আর বিএনপির নেতা ছিলো দুইজন! তাহলে সম্পর্কটা তো বিএনপির সাথে ভালো হবার কথা এবং ফতোয়াটাও বিএনপির পক্ষেই আসার কথা...! জামায়াতের পক্ষে কেন? জামায়াত তো নিজেই অন্যের গু পরিস্কারে ব্যাস্ত! তাহলে তার সাথে মিলে নিজেকে ময়লা করতে যাবে কে! আর একটা কথা হলো,,, যদি জামায়াতের সাথে রাজনৈতিক জোটের কথাই আসে তাহলে তাদেরকে আগে বিএনপি জোট ছাড়তে হবে! আর বিএনপি জোট ছাড়ার পর জামায়াতের সাথে জোট করতে আওয়ামীলীগই আসবে! কোন ইসলামী দলের জোট করা লাগবে না..! সর্বপরী কথা হলো, আল্লামা শফী সাহেব হুজুরকে নিয়ে এটা জামায়াতী ভন্ড শয়তানদের একটা জঘণ্য মিথ্যাচার এবং বিকৃত মানষীকতার প্রমান.. পূনশ্চ:- শফী সাহেব হুজুর এই কথা বলেছেন কি না এব্যাপারে সম্পূর্ন তথ্য-প্রমান হাতে নিয়েই এই স্টাটাস লিখেছি, সেই কথোপকথনের সামান্য একটু রাতে পোষ্ট করবো, একটা ব্যাপার ভালোই লেগেছে সঠিক আলেমদের কাছে জামায়াত মুনাফিক হিসেবেই পরিচিত আছে আজও!॥॥
Posted on: Sat, 09 Nov 2013 10:52:45 +0000

Recently Viewed Topics




© 2015