মানবতা বলে আর কিছু থাকলো - TopicsExpress



          

মানবতা বলে আর কিছু থাকলো না? যে দেশে মানুষ ভর্তি বাসের মধ্য আগুন ধরিয়ে দিয়ে জীবন্ত মানুষকে হত্যা করতে পারে সেখানে মুখে গণতন্ত্রের কথা বললেও রাজনৈতিকবিদ রা যে প্রকৃত গণতন্ত্র চান না তা নিঃসন্দেহে বলার দাবি রাখে না। শুনেছিলাম পাকিস্থান/ইরাক আর আফগানিস্থানে এই ধরনের আগুন কিংবা বোমা মেরে নিরহ মানুষকে হত্যা করে,আজ বহুদিন পরে হলেও এর ছোয়া বাংলাদেশে এসে পৌঁছেছে।আগামীতে হয়তো পাকিস্থান কিংবা আফগানিস্থানের চেয়ে ও বাংলাদেশ এক ধাপ এই বোমাবুমির খেলায় এগিয়ে থাকবে।কিন্তু জনগনের নিরাপত্তার কথা কেউ ভাববে না। বিরোধী দলের ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে গুলিস্তান থেকে নারায়নগঞ্জগামী কোমল পরিবহন একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়।যাতে ৬ জন নিরহ যাত্রী অগ্নি দগ্ধ হয়েছেন। যাত্রীবেশে কেউ পেট্রোল বা গান পাউডার ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”এই পিকেটারদের কি কোনো দিন হুশ হবে না?নাকি তারা রাজনৈতিকদের ছত্র ছায়ায় থেকে নিয়মিত রাজনৈতিকবিদ দের হুকুম তামিল করবেন।আমি ঘৃনা করি এমন জঘন্য রাজনীতিকে।প্রতিবাদ স্বরূপ বলতে চাই বন্ধ করুন এই মানুষ মারার রজনীতি। জেসমিন আক্তার মৌ। ..............................
Posted on: Tue, 12 Nov 2013 10:33:30 +0000

Trending Topics



Considering how crucial Carl Sagans role was in ending the nuclear

Recently Viewed Topics




© 2015