মা ফোন করে কান্নাজড়িত - TopicsExpress



          

মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে যখন বলে তুই নাই বাসায় আমার খেতে ইচ্ছে করছেনা। তুই খেয়েছিস বাবা? তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা.. মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেয়ে আট হাজার টাকা পাঠানোর পরে বাবা যখন বলে আমাদের আর খরচ কি? তোর টাকা লাগলে বলিস, অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিতে আরো পাঁচজন সদস্য আছে। তখন ভাবি বাবার এই মিথ্যা কথাটাই হয়তো ভালোবাসা.. বাসা থেকে আসার সময় দাদু যখন বলে আজকে না গেলে হয়না? তার টল্‌টল্‌ চোখ দেখে মনে হয় এই মায়াকেই হয়তো ভালোবাসা বলে... ভাবী ফোন করে যখন বলে পনেরো দিন হয়ে গেলো অথচ তুমি আমার বাসায় একবারো আসনাই, যাও আজকে থেকে কথা বন্ধ। তখন মনে হয় এইতো ভালোবাসা.. বন্ধুর থেকে ধার করা টাকায় ছোট ভাইকে দেয়া জামা পরে যখন ও নাচানাচি করে, নিষ্পাপ মুখের ওই হাঁসিটুকু দেখলে মনে হয় এই হচ্ছে ভালোবাসা..!! বোনের বাসায় একটু দেরি করে গেলেই যখন বলে, কেন আসছিস? আমার কোনো ভাই নাই, আবার পরক্ষনেই জড়িয়ে ধরে ভ্যাঁ করে কেঁদে দেয়। তখন মনে হয় এই হচ্ছে শুদ্ধতম ভালোবাসা...!!! :-) শুধু প্রেয়সীর ললাটে চুম্বন দেয়াকে ভালোবাসা বলেনা। ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে, শুধু নিতে জানতে হয়, বুঝে নিতে হয়...!! :-) written by admin লেমন আহাম্মেদ রোমিও
Posted on: Sat, 09 Nov 2013 12:18:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015