মোবাইলে এস এম এস - TopicsExpress



          

মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি- জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৪ জানার নিয়মঃ ➳যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবেJSCঅথবাJDC ➳এরপর একটি স্পেস দিয়েআপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষরলিখতে হবে। যেমনঃ DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board ➳ এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বারটি লিখতে হবে। ➳ এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ2014লিখতে হবে। ➳ Example:JSC JES 12345 2014 মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃJDCMAD1234672014 ➳ এবার মেসেজ টি পাঠাতে হবে১৬২২২নাম্বার এ । (বিদ্রঃ রেজাল্ট পাবলিশ হওয়ার পরে চেষ্টা করবেন, এখন চেষ্টা করলে কোন লাভ হবে না, মানে আপনি এখন যদি উপরের নিয়ম দিয়ে ম্যাসেজ পাঠান তাহলে রেজাল্ট এখন পাবেন না, শুধু শুধু টাকা নষ্ট হবে।
Posted on: Tue, 30 Dec 2014 02:31:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015