মারা গেলেন প্রবাদপ্রতিম - TopicsExpress



          

মারা গেলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দে৷ বুধবার রাত ৩টে ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর৷ দীর্ঘদিন ধরেই বুকের সংক্রমণজনিত সমস্যা ও কিডনির সমস্যয় ভুগছিলেন তিনি৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, ৮ জুন তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তাঁর চিকিত্সা চলছিল৷ বিভিন্ন ভাষায় প্রায় সাড়ে তিন হাজারের মতো গানে কন্ঠ দিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে নিয়েছেন কিংবদন্তি শিল্পী৷ সারা জীবনে দাদাসাহেব ফাল্কে, পদ্মভূষণ ও পদ্মশ্রীর মতো সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে৷ মান্না দে-র প্রয়াণে তাঁর অনুরাগী ও শিল্পীমহলে শোকের ছায়া৷ ১৯১৯ সালে ১ মে জন্মগ্রহণ করেন মান্না দে৷ পড়াশোনা কলকাতার স্কটিশচার্চ ও বিদ্যাসাগর কলেজে৷ ছোটবেলা থেকেই সঙ্গীতের মোহে আচ্ছন্ন ছিলেন মান্না দে৷ কাকা কৃষ্ণচন্দ্র দে-র কাছেই হাতেখড়ি৷ কাকার হাত ধরেই ১৯৪২ সালে পা রাখেন মুম্বইয়ে৷ কাকার সঙ্গে কাজ করতে করতেই নজরে পড়ে যান শচীন দেববর্মনের৷ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের তালিম নেন উস্তাদ আমান আলি খান ও উস্তাদ আব্দুল রহমান খানের কাছে৷ ১৯৪৩ সালে তামান্না ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন মান্না দে৷ অভিষেকেই মান্না দে-র গলা মন ছুঁয়ে যায় শ্রোতাদের৷ তারপর আর পিছনে তাকাতে হয়নি৷ >>
Posted on: Thu, 24 Oct 2013 02:34:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015