মিশরের অবস্থা দেখে - TopicsExpress



          

মিশরের অবস্থা দেখে মন-মেজাজ খারাপ হচ্ছে। রাজনৈতিক দর্শনে মুসলিম ব্রাদারহুডকে আমার পছন্দ না হতে পারে, মুরসি হয়তো একজন ব্যর্থ শাসকও হতে পারেন-কিন্তু এটা মনে রাখতে হবে যে তাঁরা নির্বাচনে জিতেই ক্ষমতায় এসেছেন এবং একবছরের মাথায় যে তাঁদের জনপ্রিয়তা একেবারে তাঁদেরকে ছুঁড়ে ফেলে দেবার মতো তলানিতে পৌঁছায়নি, সেটাও প্রমানিত সত্য। একটি নির্বাচিত সরকারকে তাঁর নূন্যতম সময় কাজ করতে দিতে হবে এবং তারপর জনগনই নির্ধারণ করবে তাঁদের ভাগ্য, অন্য কোন শক্তি নয়। মিশরে অরাজনৈতিক শক্তির ক্ষমতা দখল ও এই হত্যাযজ্ঞের নিন্দা জানাই।
Posted on: Wed, 14 Aug 2013 12:56:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015