মিয়ানমারের - TopicsExpress



          

মিয়ানমারের নিপীড়িত মুসলমানদের ওপর আবারও হামলা চালিয়েছে বৌদ্ধ মৌলবাদীরা। হামলায় তারা অন্তত ২৪টি ঘরবাড়ি ও দোকান গুঁড়িয়ে দিয়েছে। শনিবার রাজধানী ইয়াঙ্গুন থেকে ৬৬৫ কিলোমিটার দূরে টানকোন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রায় এক হাজার বৌদ্ধ মৌলবাদী লাঠি ও ছুরি নিয়ে মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে হামলা চালায়। এ ঘটনায় বোঝা যাচ্ছে, মিয়ানমারে মুসলিম- বিদ্বেষ প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন মুসলিম যুবকের সঙ্গে এক বৌদ্ধ নারীর কথা কাটাকাটির জের ধরে সর্বশেষ এ দাঙ্গার ঘটনা ঘটে। পুলিশ ওই যুবককে গ্রেফতার করার পর বৌদ্ধ মৌলবাদীরা থানা ঘেরাও করে যুবকটিকে তাদের হাতে তুলে দিতে বলে। পুলিশ তাতে অস্বীকৃতি জানালে বৌদ্ধ মৌলবাদীরা মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে হামলা চালায়। গত মার্চ মাসে মিয়ানমারের মেখটিলা, মে মাসে লাশিও এবং গত বছর জুনে রাখাইন রাজ্যজুড়ে মুসলিমবিরোধী দাঙ্গায় শত শত মুসলমান নিহত হয়। এ ঘটনায় অন্তত ১ লাখ ৪০ হাজার মুসলমান উদ্বাস্তুতে পরিণত হয়। শনিবারের হামলার পরও বহু মুসলমান একটি স্কুলে আশ্রয় নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার অনেক পরে নিরাপত্তা বাহিনী সেখানে উপস্থিত হয়। কিন্তু সে পর্যন্ত তাণ্ডব অব্যাহত রাখে বৌদ্ধরা। সূত্র : এএফপি ও রয়টার্স
Posted on: Mon, 26 Aug 2013 09:09:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015