মঙ্গল গ্রহ(আসলেই মঙ্গল - TopicsExpress



          

মঙ্গল গ্রহ(আসলেই মঙ্গল নাকি অমঙ্গল) : মঙ্গল (Mars) হল সূর্য হতে চতুর্থ দূরবর্তী গ্রহ যা পৃথিবীর ঠিক পরে, সূর্যের বিপরীতে অবস্থিত। রোমান যুদ্ধ দেবতা Mars এর নামানুসারে এর নাম মার্স (মঙ্গল) রাখা হয়েছে। মঙ্গলকে অনেক সময় “লাল গ্রহ” (Red Planet) বলেও অভিহিত করা হয়; কারন এর মাটি আয়রন অক্সাইডের সমন্বয়ে গঠিত (যাকে মরিচা বলা হয়)। সৌরজগতে পৃথিবীর পরেই বিজ্ঞানীদের পরম আগ্রহের গ্রহ হল মঙ্গল। কারন পৃথিবী ব্যতিত সৌরজগতে প্রানের অস্তিত্ব থাকার সম্ভবনা সবচে বেশি এই মঙ্গলেই। ###বিস্তরিত : bdopenscience.org/janina/162
Posted on: Sun, 28 Jul 2013 19:40:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015