মনে রেখ তোমার সময় - TopicsExpress



          

মনে রেখ তোমার সময় নির্দিষ্ট। তাই অন্য মানুষের স্বপ্ন পুরন করতে যেয়ে এই সময়কে নষ্ট করো না । অন্য মানুষ কি চিন্তা করছে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত করে রেখ না। মানুষের মতামতের ভিড়ে নিজের একান্ত ইচ্ছা গুলোকে দূরে সরিয়ে দিয়ো না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের হৃদয় কি চায় সেটা পুরন করতে পারার মত সৎ সাহস রাখতে হবে কারন একমাত্র তোমার হৃদয়ই জানে তুমি কি চাও। স্টিভ জবস (Founder of Apple :) ) Your time is limited, so dont waste it living someone elses life. Dont be trapped by dogma - which is living with the results of other peoples thinking. Dont let the noise of others opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition. They somehow already know what you truly want to become.
Posted on: Tue, 30 Dec 2014 17:47:53 +0000

Trending Topics




© 2015