মনে রাখুন ১.মোট উপজেলা> - TopicsExpress



          

মনে রাখুন ১.মোট উপজেলা> ৪৮৯ টি সর্বশেষ গুইমারা ( খাগড়াছড়ি )ও ওসমানীনগর (সিলেট) ২. মোট পৌরসভা>৩১৯ টি সর্বশেষ দেবীগঞ্জ(পঞ্চগড়) ও নাজির হাট (চট্টগ্রাম) ৩.মোট থানার সংখ্যা>৬৩৬টি সর্বশেষ চন্দ্রগঞ্জ (লক্ষীপুর) সাধারণ জ্ঞান ১.ইয়েস ক্যাম্প কি? -স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষের শিবির ২.জর্জ স্কয়ার কোথায় অবস্থিত? -- স্কটল্যান্ডের গ্লাসগো ৩.বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা ‘মাগুরা‘র সাক্ষরতা আন্দোলনের নাম কি? --- বিকশিত ৪.ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? - অ্যালবুমিন ৫.খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ড অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম- -- কোর্ট অব আরবিট্রেশন ৬.‘অফ -শোর‘ ব্যাংকিং স্থান হিসেবে পরিচিত? -জার্মাানি ৭.কয়েকটি যোগরুঢ় শব্দ -- পঙ্কজ, শালুক, পদ্মফুল ইত্যাদি ৮.ঢাকা- ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম নিচের কোনটি? -- ঝুমুর ৯.‘পল্লবগ্রাহিতা‘ শব্দটির অর্থ- -- ভাসা ভাসা জ্ঞান ১০.‘খাস তালুকের প্রজা‘ প্রবাদটির অর্থ হলো -- খুব অনুগত ব্যক্তি Preposition মুখস্ত হয় খুব তাড়াতাড়ি কিন্তু ভুলতেও খুব বেশি একটা সময় লাগে না। অনেক দিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিলো কি ভাবে চিরদিনের জন্য মাথায় স্থায়ী রাখা যায় এই Preposition কে। তৈরী করলাম গল্প আকারে এক টেকনিক। তাহলে কথা নাবারিয়ে গল্পে চলে যাই। ওহ! গল্পের নায়ক কিন্তু ইনসান মোল্লা। # গল্পঃ ইনসান মোল্লা বাস করে pscর করিডোরে। তাঁর বিশ্বাস সজ্জিত হয় BCS নিয়ে। সমস্যা R ব্যর্থতার ঘাটতি পূরণ করে অভিজ্ঞতা R দক্ষতা দিয়ে। অবহেলা কারী BCS তাঁকে সম্ভাবনার হাতছানি দেয় এগিয়ে যাওয়ার জন্য। গর্ব করা, কথার মাঝে কথা বলা...... সে প্রশ্রয় দেয় না। সে প্রচুর পড়াশুনায় নিমগ্ন থাকে। # গল্পের ব্যাখাঃ Dwell=বাস করা, Faith=বিশ্বাস, Dressed=সজ্জিত হওয়া, Difficulty=সমস্যা, Fail=ব্যর্থ, Wanting=ঘাটতি, Experience=অভিজ ্ঞতা, Proficiency=দক্ষতা, Negligent=অবহেলা কারী, Stake=সম্ভাবনা, Walk=এগিয়ে যাওয়া, Pride=গর্ব, Break=কথার মাঝে কথা বলা, Indulge=প্রশ্রয় দেয়া, Abound=প্রচুর, Absorbed=নিমগ্ন, Consist=থাকা। # বিশ্লেষণঃ ইনসান মানে in Preposition। উপবের প্রত্যকটি শব্দের পর in Preposition হবে। সংগৃহিত
Posted on: Fri, 26 Sep 2014 05:32:55 +0000

Trending Topics




© 2015