মনে রাখুন ৩ (তিন )কে - TopicsExpress



          

মনে রাখুন ৩ (তিন )কে ত্রিরত্ন হিসেবে……………………… :) ১, মিয়ানমার হতে বাংলাদেশে নদী প্রবেশ করেছে? উঃ ৩টি (সাঙ্গু, মাতামুহুরী ও নাফ) ২, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে? উঃ ৩টি জেলার (রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার) ৩, নোবেল বিজয়ী বাঙালির সংখ্যা? উঃ ৩জন (রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড.ইউনুস) ৪, ছেড়া দ্বীপের আয়তন কত? উঃ ৩কি মি ৫, আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হয়? উঃ ৩বছরের জন্য ৬, রক্তকণিকা কত প্রকার? উঃ ৩প্রকার (লোহিত,শ্বেতকণিকা ও অনুচক্রিকা) ৭, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র? উঃ ৩টি (উপবৃত্ত,ক্ষেত্রফল ও সময়ের সূত্র) ৮, বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? উঃ ৩প্রকার (স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত) ৯, বৈষ্ণব পদকর্তা চন্ডীদাস কতজন? উঃ ৩জন (বডু,দ্বিজ ও দ্বীন চন্ডীদাস) প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল উপাদান দিয়ে সাজানো আমাদের এই পেজ।হবেন কি আমাদের একজন!!! তাহলে এখনি লাইক দিন Job Preparation - জব প্রিপারেশন Job Preparation - জব প্রিপারেশন
Posted on: Mon, 15 Sep 2014 09:35:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015