মস্তিষ্ক নিয়ে কিছু - TopicsExpress



          

মস্তিষ্ক নিয়ে কিছু মজার তথ্য . ▣ মানুষের মস্তিকের প্রতি সেকেন্ডে ১০১৫টি হিসাব করার ক্ষমতা আছে। যা পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটারেরও নেই! . ▣ মানব মস্তিস্কের প্রায় ৭৫ ভাগই পানি! . ▣ বাচ্চা অবস্থায় একটি মানুষের মস্তিস্কের ওজন থাকে ৩৫০-৪০০ গ্রাম। প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে হয় ১৩০০-১৪০০ গ্রাম! . ▣ একজন মানুষের ব্রেইন,অন্যান্য স্তন্যপায়ী প্রানীর চেয়ে প্রায় ৩ গুন বড়| . ▣ ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্য মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই! . ▣ জাগ্রত থাকা অবস্থায় মস্তিস্ক প্রায় ২৫ ওয়াট পাওয়ার সৃষ্টি করে,যা একটি লাইট বাল্ব জালানোর জন্য যথেষ্ট! . ▣ একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া মাত্র ৫ মিনিট টিকতে পারবে! . ▣ মানুষের নিউরনে তথ্য চলাচলের সর্বনিম্ন গতিবেগ হলো প্রায় ২৫৮.৪৯০ মাইল/ঘণ্টা, আর বর্তমান বিশ্বে সবচেয় দ্রুততম গাড়ি “বুগাত্তি ভেরন ই.বি ১৬.৪” এর গতিবেগ ২৫৩ মাইল/ঘন্টা! . ▣ একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০০০০ বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম! . ▣ ৩০ বছর বয়সের পর থেকে মানুষের ব্রেনের ভর প্রতি বছর .২৫% করে বাড়তে থাকে! . ▣ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনিস্টাইনের মস্তিস্কের ভর ছিলো ১২৭৫ গ্রাম,যা স্বাভাবিকের চেয়ে অনেক কম! . Editor_____বিমূর্ত শাকির, . Tnx জানিয়ে আমাদের সাথে থাকুন।
Posted on: Fri, 16 Jan 2015 09:04:01 +0000

Trending Topics



>
Wegens verhuis is Laure Jacobs op zoek naar een nieuwe thuis voor
Discovery: Yes I have phantom pain. And it mimics the type of pain
Could APC be the Nigerian version of the Egyptian Muslim

Recently Viewed Topics




© 2015