মহাত্মা গান্ধী ব্রিটিশ - TopicsExpress



          

মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম হরতালশব্দটি ব্যবহার করেন।এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলন। হরতালের সময় সকল কর্মক্ষেত্র, দোকান, আদালত বন্ধ থাকে। তবে সাধারণত এ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস, গণমাধ্যমসমূহ এর আওতার বাইরে হয়ে থাকে। এটা সাধারণত কোনো একটা দাবি আদায় করার বা এর গুরুত্ব বোঝাতে আহ্বান করা হয় শান্তিপূর্ণ হরতালের মূল কার্যক্রম হয়ে থাকে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ। অর্থাৎ হরতাল সমর্থকরা রাজপথে বেরিয়ে একত্র হয়ে উচ্চস্বরে নিজেদের দাবি-দাওয়া জানান দিয়ে থাকেন হরতালের সবচেয়ে বড় হাতিয়ার হলো হরতালকারীদের কন্ঠস্বর। সাধারণত তারা রাজপথে বেরিয়ে চিৎকার করে নিজেদের দাবি-দাওয়া জনসমক্ষে কিংবা গণমাধ্যমের সামনে পেশ করে থাকেন। তবে মিছিল করার ক্ষেত্রে অনেক সময় ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। এই ধারণায় মিছিল, হরতালের অনেক বড় একটা হাতিয়ার।(উইকিপিডিয়া) হরতাল যদি আমাদের দেশের জন্য নাজুক পরিস্থিতির অন্যতম কারণ হয় ।তাহলে আইন করে হরতাল বন্ধ হোক।যেহেতু হরতালের হাতিয়ার বলতে আমরা অন্যকিছু কিছু বুঝি......ককটেল ,হাতবোমা ,আগুন ,দা কাস্তে,ছুরি,বল্লম, লগি বৈঠা ইত্যাদি। দুঃখের বিষয় কোন সরকারই সুবিধার্থে এটা আমলে নেয় না। সুখের কথা হল -এতদিন নেতারা এসি রুমে বসে দিক নির্দেশনা দিত আর মাঠ পর্যায়ের কর্মীরা ঝাপিয়ে পড়ত,রোদ ,বৃষ্টি ,ঝড় পুলিশের লাঠি এমনকি হাজতবন্দিও খাটত, এখন মাঠ পর্যায়ের নেতারা একটা হজম ঢেঁকুর তুলেন অনেকদিন পর আপনাদের জায়গা এক্সচেঞ্জ হয়েছে :)
Posted on: Sat, 09 Nov 2013 16:06:02 +0000

Recently Viewed Topics




© 2015