মহান স্বাধীনতা যুদ্ধের - TopicsExpress



          

মহান স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা হাটে,মাঠ,ঘাটে ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিসেনাদের উজ্জীবিত করেছেন। শ্রদ্ধেয় প্রয়াত বিপুল ভট্টাচার্য সেই শিল্পী সৈনিকদের পুরো ভাগে ছিলেন। বাংলালিংক নামে একটি মোবাইল কোম্পানী জাগরণের গানের এ্যালবাম প্রকাশ করল। পাঁচ তারকা হোটেল, জাগরণের লাক্সারি ডিনার , প্রচার প্রচারণায় খরচ কটি কটি তাকা। দরাজ কণ্ঠের সরল লোক বিপুল’দা ও ছিলেন ঐ আয়জনে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী বিপুল’দার পাশে কোন লিংক কে পাওয়া গেলোনা। মুক্তির গানের পুরোধা গায়ক বিপুল ভট্টাচার্য সার্কাস দেখতে দেখতেই চলে গেলেন চিরমুক্তির পথে। পুরো দেশটাই চলছে শো ডাউনে। বিদেশি কোম্পানী গুলো দেশি উৎসবগুলো SPONSOR করছে, আর দেশী কোম্পানিগুলো SPONSOR করছে বিদেশী শিল্পীদের। মারহাবা মারহাবা। বিপুল’দা মহান বিজয়ের মাসে আপনার জন্য শুধুই শ্রদ্ধাঞ্জলি।
Posted on: Tue, 09 Dec 2014 16:08:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015