মৃত্যুর সাথে সাথেই - TopicsExpress



          

মৃত্যুর সাথে সাথেই আমাদের নাম হয়ে যায় লাশ। আর এটাই হল জীবন। লোকে বলবে লাশের পা টা একটু সোজা করেন। লাশকে একটু বরফে রাখলে ভালো হয়। লাশকে কবরে নেয়ার সময় হয়েছে। তখন কেউ আর নাম ধরে ডাকবেনা। ডাকবেনা ম্যেডাম, আর স্যার বলে। বলবে শুধুই একটা লাশ। অনেকে আবার চেহেরাটাও দেখবেনা, রাতে ভয় পাবে বলে। কতইনা কষ্টের হবে সেই সময়টা, যখন আপনার আপন জনেরাই আপনাকে কাঁধে নিয়ে ঘর থেকে বের করে বাড়ীর পাশে অন্ধকার একটা জায়গার দিকে নিয়ে যাবে। যেই জায়গার পাশ দিয়ে হয়ত আপনি হাজার বার বন্ধুদের নিয়ে হাঁসতে হাঁসতে পথ চলেছিলেন। আমরা সেইদিন দেখবো, শুনবো, কিন্তু কিছুই বলার থাকবেনা। কতইনা অসহায় হবে সেই দিনটি। ইয়া আল্লাহ, আমরা স্বীকার করছি, অমরা অনেক গুনাহগার। এই জীবনে বুঝে, না বুঝে অনেক অপরাধ করেছি কিন্তু তুমি তো দয়াবান করুণাময় আল্লাহ্। ইয়া আল্লাহ, আমরা সকল পাপ থেকে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। তুমি দয়াকরে আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। সুম্মা আমিন। . বিমূর্ত শাকির,
Posted on: Tue, 07 Oct 2014 09:50:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015