ম্যাডোনার গান: লা ইসলা - TopicsExpress



          

ম্যাডোনার গান: লা ইসলা বনিতা (সুন্দরের দ্বীপ)। কোন গানের কথাগুলো যে এত সুন্দর হতে পারে কল্পনাও করা যায় না। ১৯৯৮ সালে গানটি প্রথম শুনেই বিমুগ্ধ হয়েছিলাম। তারপর থেকে যতবার শুনেছি মুগ্ধ হয়েছি। হঠাৎ মাথায় এলো, বন্ধুদের জন্য গানের কথাগুলো ভাবানুবাদ করলে খারাপ হয় না। সুন্দরের দ্বীপ ।। ভাবানুবাদ সাইফুল আহমেদ সত্যিই যদি এমনটি হতো! গত রাতে স্বপ্নে আমি সান পেদ্রো দ্বীপ দেখেছি কোন দিন সেখানে না গিয়েও যেন গানটি জানি আমি মরুভূমির মতো চোখ বিশিষ্ট এক তরুণী মনে হচ্ছে এই গতকাল, খুব আগের নয় দ্বীপে বইছে গ্রীষ্ম বাতাস বন্য, মুক্ত প্রকৃতিতে ভরপুর সেখানেই আমি চলে যেতে উদগ্রীব সুন্দরের দ্বীপ যখন সাম্বা সংগীত বেজে উঠে সূর্যটা নাচতে নাচতে উপরে উঠে এসে আমার কানে গান বাজিয়ে চোখে হুল ফোটায় তোমার স্পেনীয় ঘুমপাড়ানি গান আমি সান পেদ্রোর প্রেমে পড়ে গিয়েছিলাম সমুদ্রের উষ্ন বাতাস বয়ে যাওয়ার সময় আমাকে বলে গেল সে তোমাকে বলেছিল, ‌‌আমি তোমাকে ভালবাসি আমি প্রার্থনা করেছিলাম যেন ওই দিনগুলো সবসময় থাকে তারা দ্রুত চলে গিয়েছিল। দ্বীপে বইছে গ্রীষ্ম বাতাস বন্য, মুক্ত প্রকৃতিতে ভরপুর সেখানেই আমি চলে যেতে উদগ্রীব সুন্দরের দ্বীপ যখন সাম্বা সংগীত বেজে উঠে সূর্যটা নাচতে নাচতে উপরে উঠে এসে আমার কানে গান বাজিয়ে চোখে হুল ফোটায় তোমার স্পেনীয় ঘুমপাড়ানি গান যেখানে সূর্য আকাশকে উষ্ন করে তোলে সেখানেই যেতে চাই আমি দিবানিদ্রার সময় তুমি দেখবে তারা চলে যাচ্ছে সুন্দর মুখগুলো, এ পৃথিবীতে যাদের কোন মূল্য নেই যেখানে একটি মেয়ে একটি ছেলেকে এবং একটি ছেলে একটি মেয়েকে ভালবাসে গত রাতে আমি সান পেদ্রোকে স্বপ্নে দেখেছি মনে হচ্ছে এই গতকাল, খুব আগের নয় দ্বীপে বইছে গ্রীষ্ম বাতাস বন্য, মুক্ত প্রকৃতিতে ভরপুর সেখানেই আমি চলে যেতে উদগ্রীব সুন্দরের দ্বীপ যখন সাম্বা সংগীত বেজে উঠে সূর্যটা নাচতে নাচতে উপরে উঠে এসে আমার কানে গান বাজিয়ে চোখে হুল ফোটায় তোমার স্পেনীয় ঘুমপাড়ানি গান দ্বীপে বইছে গ্রীষ্ম বাতাস বন্য, মুক্ত প্রকৃতিতে ভরপুর সেখানেই আমি চলে যেতে উদগ্রীব সুন্দরের দ্বীপ যখন সাম্বা সংগীত বেজে উঠলো সূর্যটা নাচতে নাচতে উপরে উঠে এসে আমার কানে গান বাজালো, আমার চোখে হুল ফোটালো তোমার স্পেনীয় ঘুমপাড়ানি গান সে তোমাকে বলেছিল, ‌আমি তোমাকে ভালবাসি সে তোমাকে বলেছিল, সে তোমাকে ভালবাসে। Cómo puede ser verdad... Last night I dreamt of San Pedro Just like Id never gone, I knew the song A young girl with eyes like the desert It all seems like yesterday, not far away Tropical the island breeze All of nature wild and free This is where I long to be La isla bonita... And when the samba played The sun would set so high Ring through my ears and sting my eyes Your Spanish lullaby I fell in love with San Pedro Warm wind carried on the sea, he called to me Te dijo te amo I prayed that the days would last They went so fast (Choir) Tropical the island breeze All of nature wild and free This is where I long to be La isla bonita And when the samba played The sun would set so high Ring through my ears and sting my eyes Your Spanish lullaby I want to be where the sun warms the sky When its time for siesta you can watch them go by Beautiful faces, no cares in this world Where a girl loves a boy, and a boy loves a girl Last night I dreamt of San Pedro It all seems like yesterday, not far away Tropical the island breeze All of nature wild and free This is where I long to be La isla bonita... And when the samba played The sun would set so high Ring through my ears and sting my eyes Your Spanish lullaby Tropical the island breeze All of nature wild and free This is where I long to be La isla bonita.. And when the samba played The sun would set so high Ring through my ears and sting my eyes Your Spanish lullaby La la la la la la la Te dijo te amo La la la la la la la El dijo que te ama youtube/watch?v=7YzW1nMB9fk
Posted on: Tue, 12 Nov 2013 14:02:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015