%যেকোন যাভা সফট্যওয়ার - TopicsExpress



          

%যেকোন যাভা সফট্যওয়ার মডিফাই কারার বেস্ট টিউটেরিয়াল% আপনারা অনেকেই হয়তো বিন্ন মোডিফাই করা এপ্লিকেশন ব্যাবহার করেন। আর সেগুলোতে অনেক কিছুই এডিট করা থাকে,বিভিন্ন যায়গায় লেখা থাকে মোডেড বাই অমুক- তমুক। কেমন হয়? যদি সেগুলো আপনি নিজেই নিজের মোবাইল দিয়ে করতে পারেন?? আজ আমি আপনাদের কে সেগুলোই শেখাবো। হয়তো একদিনেই শেখাবো না,মানে ধারাবাহিক ভাবে শেখাবো। এতে আপনারা সবকিছু ভালোভাবে বুঝে বুঝে শিখতে পারবেন,সুবিধাও আছে অনেক। যাই আর প্যাচাল পাইরা লাভ নাই। আসেন শুরু করি। ১মে কিছু জরুরী সফটওয়্যার ডাউন করে নেয়া দরকার। তাহলে দেরী না করে নামিয়ে নিন। (1)BlueFTP_Full (2) Class Editor (3)MiniCommenDer 4 আপাতত এগুলো নামিয়ে নিন। পরে অবশ্য আরও লাগতে পারে। আর হ্যা এই টিউটোরিয়ালে মোডিফাই হিসেবে আমি আপনাদের কে একটি Opera_Mini4.4 মোডিফাই করা শেখাবো। তাই .Zip ফরম্যাটের এই অপেরা মিনিটি নামিয়ে নিন। Opera_ Mini4.4.zip এবার শুরু করি। সবকিছু ডাউনলোড করা হয়ে গেলে আপনার মোবাইলে "Project-Opera" নামে একটি নতুন ফোল্ডার খুলুন। এবার Blue_FTP সফটওয়্যার টি ওপেন করুন। তারপর BlueFTP দিয়ে OperaMini টি যেখানে ডাউনলোড করেছিলেন সেখানে যান। এবার BlueFTP দিয়ে OperaMini.Zip ফাইল টি ওপেন করুন। সেখানে আপনি কিছু ফাইল দেখতে পাবেন। এবার অপশনে ক্লিক করে "Select Items" এ ক্লিক করে সবগুলো ফাইল সিলেক্ট করুন। তারপর 1 বাটন প্রেস করুন। এবার সেখান থেকে আপনি ১মে যে ফোল্ডার টি খুলেছিলেন সেখানে যান (BlueFTP দিয়ে)। এবার সেই ফোল্ডার ওপেন করে 3 বাটন প্রেস করুন। তাহলে ফাইল গুলো এক্সট্রাক্ট হতে শুরু করবে। হয়ে গেলে BlueFTP এক্সিট করে বেরিয়ে আসুন। ========================= এখন থেকে শুরু হবে আপনার আসল কাজ। [এই পর্বে শুধু শেখাবো কিভাবে সফটওয়্যারের নাম পরিবর্তন করতে হয়,এবং কিভাবে অপেরা মিনির আসল আইকন এর পরিবর্তে আপনার পছন্দের আইকন বসাতে হয়] এবার Minicommender সফটওয়্যার টি ওপেন করুন। ওপেন করেই ১মে 9 বাটনটি প্রেস করবেন। এবার Minicommender সফটওয়্যার দিয়ে Project- Opera ফোল্ডার টিতে যান। সেখানে META-INF নামে আরেকটি ফোল্ডার দেখতে পাবেন। সেটি ওপেন করলে MENIFEST.MF নামে আরেকটি ফাইল দেখবেন। এবার 4 বাটনটি প্রেস করুন। তাহলে ৩ টা অপশন আসবে সেখানে 1 বাটন প্রেস করবেন। তারপর যে পেইজ আসবে সেখানে 5 বাটন প্রেস করবেন। ব্যাস যায়গা মত আসছেন। এইবার এইখানেই আপনি সফটোয়্যারে নাম বা ওপেরামিনির নাম চেঞ্জ করতে পারবেন। এখানে কতগুলো লেখা দেখতে পাবেন। সেখানে দেখবেন- MIDlet-Name: Operamini 4 নামে একটা কলাম আছে,সেখানে OperaMini কেটে আপনার নাম দিতে পারেন। [তবে বস সবকিছুতেই আপনের নাম দিতে যাইয়েন না,তাইলে ভেজালে পরবেন। শুধু আমি যেগুলো বলবো সেগুলো এডিট করবেন।] আপনার নাম লেখা হয়ে গেলে Ok বাটন চাপেন। এবার একটু নিচে গেলে MIDlet-Vendor: Opera Software নামে একটা কলাম দেখবেন,চাইলে সেটা এডিট করে আপনার নাম দিতে পারেন। এবার Ok বাটন চাপুন। তারপর বাম দিকের সফট বাটন চাপলে একটি অপশন শো করবে,সেখানে Yes বাটনে ক্লিক করবেন। [এই MENIFEST.MF ফাইল এডিট করে আরো অনেক কিছু করা যায়। এইটা নিয়ে আরেকটা পর্ব দিবো] এবার আসেন দেখি কিভাবে অপেরার আসল আইকন বদল করা যায়। Minicommender সফটওয়্যার এক্সিট করে বেরিয়ে আসুন। গ্যালারী থেকে Project- Opera Folder এ যান। সেখানে i.png নামে একটা ফাইল দেখা যাবে সেইটা ডিলেট করে দিবেন। এবার একটা নতুন ছবি BluFTP দিয়ে i.png নামে রিনেম করে Project- Opera ফোল্ডারে মুভ করে দিবেন। অনেক কিছু লিখছি,আজকে আর পারুম না। পরের পর্ব আসা পর্যন্ত অপেক্ষা করেন। আর যা যেইভাবে আছে সেভাবেই রাখবেন,আপনার প্র্যাক্টিস করার ইচ্ছা থাকলে অন্য কোন ফোল্ডারে কপি করে নিয়া সেইখানে নাড়াচাড়া করতে পারেন। তবে আমার টা আমি যেখানে শেষ করছি,আপনি ও সেখানেই শেষ করবেন। **বাকি পর্ব গুলো একটু কঠিন হবে। ***এই টিউট পইরা যারা মনে করলেন যে আপনার দ্বারা এইসব সম্ভব না,তারা ঠকলেন। কারন আমি খুব সহজ ভাষায় লিখছি,তাই টিউট এতো বড় হইছে। ****আর হ্যা এইটা শুধু আমার মতো বোকাদের জন্য,যারা এইসবে এক্সপার্ট তারা এইখানে আসবেন না। *****এখানে কোন কিছু বুঝতে সমস্যা হলে সাথে সাথে কমেন্ট করবেন,আমি যথাসাধ্য চেষ্টা করবো। এই পর্বে যদি পর্যাপ্ত ফীডব্যাক বা কমেন্ট পাই তাহলে পরের টা লিখবো,নয়তো এইখানেই "আসসালামু ওয়ালাইকুম"। (software download 1st comment) #MD_RASEL_VAY
Posted on: Tue, 24 Sep 2013 18:37:00 +0000

Recently Viewed Topics




© 2015