যেখানে অর্কর মোবাইলে - TopicsExpress



          

যেখানে অর্কর মোবাইলে সারাদিনে হাতে গোনা দুই একটা ফোন আসতো সেখানে Admission test এর Result Publish এর আগের দিন থেকেই incoming Call এর হিরিক পরে গেছে অর্কর ফোনে। -হ্যালো! এটা কি অর্ক ভাইয়ার Nmuber! →জি! আপু বলো। - আমি প্রিতি বলছিলাম! আচ্ছা! ভাইয়া Result কি Publish হয়েছে? →না আপু! তুমি তোমার Roll আর Unit টা Text করে দাও। Publish হলে জানিয়ে দিবো। পর দিন ভোরে অনেকটাই কাদোঁ কাদোঁ সুরে আবার্..... -হ্যালো! ভাইয়া। প্রিতি বলছিলাম। Result টা? →Sorry! আপু এখোনো Publish হয় নাই। -ভাইয়া! আমি Chance পাই নাই বলে কি আপনি আমার সাথে মিথ্যা বলছেন? -না আপু মিথ্যা বলবো কেন? [মনে মনে: তুমি আমার কে গো রমনী? তোমার সাথে মিথ্যা বলবো] মজার ব্যাপার হলো অর্ক যাদের Result বলেছে তাদের 99% Applicants Chance পায় নাই। অর্ক যতো টা না ভোগান্তিতে তার চেয়ে বেশি খারাপ অবস্থা জুয়েলের। বেচারার Number টা প্রথমে দিয়ে প্রায় ২০,০০০ লিফলেট বিতরন করা হয়েছে। তাই ঘটনাক্রমে প্রকৃতির ডাকেও বেচারা ঠিক মতো সারা দিতে পারে না। →বন্ধু! বাইচা আছিস। :-D -আর বলিস না! আমারে কেউ নিয়া যা। ভাই! আমি শেষ। আমার ফোনের সাথে নিজেরও আয়ু কইমা যাইতাছে। অর্ক তার রুমে বসে গান শুনছে। আর কিচ্ছুক্ষণ পর পর Applicant দের Result গুলো জানিয়ে দিচ্ছে। -অর্ক খেতে আয়। →জি! মা। আসছি! আর একটু....!! - শোভার রেজাল্টটা একটু দেখিস তো। মেয়েটা Tension এ গত কাল থেকে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। →কেন! ওর না আরো কয়েকটা University তে হয়েছে। -এতো দূরে ও যাবে না। তাছাড়া কি যেন Subject পছন্দ না হওয়ার কথা বলল। শোভার Result টা দেখার পর অর্ক সামান্য চিন্তিত; ও নিজে গিয়ে জানিয়ে আসবে না কি....... কলিং বেল চাপতেই; শোভার মা এসে দরজাটা খুলে দিল। →আন্টি; শোভা কোথায়? -ওর; রুমে আছে বাবা। যাও! এই শোভা! অর্ক এসেছে। ঐশী দৌড়ে এসে..... -অর্ক ভাইয়া! অর্ক ভাইয়া! আপুর না মন খারাপ! সকাল থেকে এক বারো আমাকে আদর করে নি! অর্ক ঐশী কে কোলে নিয়ে শোভার রুমে গেল! →আসবো! -..............! অর্ক কে দেখে শোভা দাড়িয়ে গেল। → কি ব্যাপার এত Tensed কেন! হমম্। -এমনি! কিছু না। অর্ক একটু হেসে ওর পকেট থেকে একটা Cadberry বের করে শোভার হাতে দিল। → Congratulation! তুমি 22th হয়েছ। কথাটা শুনতেই শোভার মলিন মুখ খানা মুহূর্তেই খুশিতে ভরে গেল। অর্ক এই প্রথম শোভাকে এতোটা খুশি দেখছে। -Thank You! ভাইয়া। একটু বসেন মিষ্টি মুখ করে যান। ওদিকে ঐশী কোনো এক কারনে মুখ গোমরা করে অর্কের কোলে বসে আছে। →কি হলো মামুনি! রাগ করে আছো কেন? -তুমি আপুকেই চকলেট টা দিলে কেন! আমার থেকে আপুই তোমার কাছে প্রিয় হয়ে গেল বুঝি! তুমি পঁচা! শোভা মুচকি হেসে..... -ওরে দুষ্টু কোথাকার! খুব পাকা পাকা কথা শিখে গেছিস না। →আচ্ছা শোভা! এখন তাহলে উঠি। Applicants দের Phone আসছে। -মমম্ ঠিক আছে ভাইয়া। আমি মিষ্টি মুখ করাতে আসছি। →Ok. Bye! অর্ক চলে যাচ্ছে এমন সময় কি যেন মনে করে পিছন ফিরে শোভার দিকে চাইল। শোভা ঐশীকে নিয়ে দুষ্টুমি করছিল। -আপু! দেখ অর্ক ভাইয়া তোমায় দেখছে! হি।। হি।। হি।। অর্ক অনেকটা লজ্জা পেয়ে কিছু না বলে খুব দ্রুত রুমে চলে গেল। আজকাল কার বাচ্চাকাচ্চা এতো Smart হয় কেন!
Posted on: Fri, 05 Dec 2014 15:34:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015