☛ যে বিশাল জনসভায় - TopicsExpress



          

☛ যে বিশাল জনসভায় তোফায়েল সাহেব শেখ মুজিবকে বঙ্গবন্ধু খেতাব দিয়েছিলেন, সেই জনসভায় শেখ মুজিব দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করেছিলেন, ‘সাড়ে সাত শ’ দ্বীপ নিয়ে যদি ইন্দোনেশিয়া একটি রাষ্ট্র হতে পারে, তবে দুটি অঞ্চল নিয়ে কেন পাকিস্তান একটি রাষ্ট্র থাকতে পারবে না?’ তোফায়েল সাহেব শেখ মুজিবকে বঙ্গবন্ধু খেতাব দিলেন আর প্রত্যুত্তরে তিনি পাকিস্তানকে অখণ্ড রাখার প্রত্যয় ব্যক্ত করলেন। ☛ (অসমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা ২২-২৩) ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানে শেরেবাংলার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হওয়ার পর শেরেবাংলার একটি সাংবাদিক সাক্ষাৎকারকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ইঙ্গিত হিসেবে অপব্যাখ্যা করে পাকিস্তান কেন্দ্রীয় সরকার তার মন্ত্রিসভা ভেঙে দেয়ার তৎপরতা শুরু করলে শেরেবাংলা এ কে ফজলুল হক, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান ও সৈয়দ আজিজুল হক নান্না মিঞা ২৯ মে ১৯৫৪ তারিখে একটি যৌথ বিবৃতি দিয়ে বলেছিলেনÑ We solemnly declare that the two wings of Pakistan are inseperable and Pakistan is one and indivisible. Under no circumstances shall the two wings be separated. We are true Pakistanis. Our sole object is to strengthen the integrity and solidarity of our beloved land Pakistan. Security of our dear land depends on our unity (Look into the Mirror, Serajuddin Hossain P-81). বাংলা অর্থÑ ‘আমরা হলফ করিয়া ঘোষণা করছি যে, পাকিস্তানের দুটি অঙ্গ অবিচ্ছেদ্য এবং পাকিস্তান এক ও অবিভাজ্য। কোনো অবস্থায় দুটি অঙ্গকে পৃথক করা যাবে না। আমরা খাঁটি পাকিস্তানি। আমাদের প্রিয় মাতৃভূমি পাকিস্তানের সংহতি ও ঐক্য শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের প্রিয় ভূমির নিরাপত্তা আমাদের ঐক্যের ওপর নির্ভর করছে।’ We are true Pakistanis বাক্যটির অর্থ বুঝতে নিশ্চয় কারো অসুবিধা হবে না। এখানে আমরা আরো একটি ঘটনার উল্লেখ করতে চাই। যে বিশাল জনসভায় তোফায়েল সাহেব শেখ মুজিবকে বঙ্গবন্ধু খেতাব দিয়েছিলেন, সেই জনসভায় শেখ মুজিব দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করেছিলেন, ‘সাড়ে সাত শ’ দ্বীপ নিয়ে যদি ইন্দোনেশিয়া একটি রাষ্ট্র হতে পারে, তবে দুটি অঞ্চল নিয়ে কেন পাকিস্তান একটি রাষ্ট্র থাকতে পারবে না?’ তোফায়েল সাহেব শেখ মুজিবকে বঙ্গবন্ধু খেতাব দিলেন আর প্রত্যুত্তরে তিনি পাকিস্তানকে অখণ্ড রাখার প্রত্যয় ব্যক্ত করলেন।
Posted on: Mon, 10 Nov 2014 02:29:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015