যে ব্যাক্তি প্রকৃত অর্থে - TopicsExpress



          

যে ব্যাক্তি প্রকৃত অর্থে কাউকে ভালবাসেন তার কাছে তার ভালবাসার মানুষকে সুখী রাখার বিষয়টিই সব সময় তার মনকে আচ্ছন্ন করে রাখে, আর সেটাই তার কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। তার ভালবাসার মানুষের ব্যাক্তি স্বাধীনতাকে তিনি পরিপুর্ণ মাত্রায় বুঝতে ও শ্রদ্ধা করতে জানেন। তার ব্যাক্তি স্বাধীনতা চর্চার পথের সব অন্তরায় নির্মুল করার জন্য তিনি সম্ভাব্য সব কিছুই করে থাকেন। কিন্তু একজন ঈর্ষাপরায়ন স্বার্থপর ব্যাক্তি তার ভালবাসার মানুষকে নিজের ব্যাক্তিগত সম্পত্তির মতোই মনে করেন আর সে কারনে তার ভালবাসার মানুষের ব্যাক্তি স্বাধীনতা তার কাছে কোনো বিবেচ্য বিষয় তো নয়্‌ই বরং তা তার কাছে রীতিমতো অপরাধতুল্য ধৃষ্টতা। এই ধরনের একজন স্বার্থপর ব্যাক্তির কাছে তার ভালবাসার মানুষ খাঁচায় বন্ধী পোষা পাখীর থেকে বেশি কিছু নয়। অসহায়, বন্ধী পাখীর মতো তার ভালবাসার মানুষের কোন উপায় থাকেনা নিঃসীম শূন্যে দু-ডানা মেলে স্বাধীনতার স্বাদ উপভোগ করার। সে কারনে নারী-পুরুষের সম্পর্কের মাঝে উদারতা, সংস্কারমুক্ত মনোভাব এবং অপরের প্রতি সর্বোচ্চ বিবেচনাবোধ ছাড়া কোনো ভাবেই একটি সুস্থ-সুন্দর ও স্বাভাবিক রুপ পরিগ্রহ করতে পারেনা। আর উল্টোদিকে ঈর্ষা, ভালবাসার পরিবর্তে স্বার্থপরতা,ঘৃণা, অশান্তি শুধু নিষ্ঠুরতাকে জন্ম দেয়। ঈর্ষান্বিত ব্যাক্তি নিজেও সুখী হতে পারেন না,আর অন্যকেও সুখী করতে পারেন না।
Posted on: Sat, 19 Oct 2013 08:59:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015