যে যত কথাই বলুক বাংলাদেশ - TopicsExpress



          

যে যত কথাই বলুক বাংলাদেশ সশস্ত্র বাহিনী আমাদের গর্ভ ও অহংকার আমদের অস্তিত্বের প্রতীক। একজন সেনা অফিসার দুই বৎসর BMA তে প্রশিক্ষণ শেষে জাতীয় পতাকা নিয়ে শপথ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় হাসিমুখে নিজের বুক পেতে দিবে। যা একজন বেসামরিক মানুষের প্রতি সত্যি অকল্পনীয়। আর বেসামরিক আফিস গুলতে শুধু চাটুকারিতা ও দুর্নীতিতে ভরপুর। আর সত্যি কথা বলতে সত্তিকার দেশপ্রেম, না থাকলে একজন সামরিক বাহিনীর গর্বিত সেবক হওয়া যায় না। তাই আঙ্গুর ফল যদি টক প্রবাতটি বারবার মনে পরে। আমি একজন সামরিক কর্মকর্তা নই কারন আমি ঐ যোগ্যতা অর্জন করি নি। সমরে আমারা শান্তিতে আমারা প্রত্যেকে আমারা দেশের তোরে এই মূলমন্ত্র বুকে লালন করে এ দেশের চৌকস সেনেরা সবুজ মাটির প্রতিটি বালুকনার স্বাধীনতা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত। আপনারা দেশের বীর সেনা। দেশের ১৫ কোটি মানুষের স্নেহ,মমতা,ভালোবাসা, আবেগ ও দোয়া আপনাদের সঙ্গী। স্যার আপনাদের স্যালুট আপনাদের বীরত্বপূর্ণ কর্তব্যের জন্য। আরও স্যালুট জানাই ঐ সব রমনীদের যারা সর্বদা অনুপ্রানিত করে আসছে আমাদের বীর(heroic) সেনাদের দায়িত্বপূর্ণ কাজের জন্য। স্যালুট আপনাদের।
Posted on: Thu, 07 Nov 2013 20:51:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015