যারা এতদিন ফেইসবুকে GAZA র - TopicsExpress



          

যারা এতদিন ফেইসবুকে GAZA র জন্য হ্যাস ট্যাগ দিয়েছিলেন তাদেরই বিশেষভাবে বলছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,সমাজবিজ্ঞান অনুষদ শাখার পক্ষ থেকে কাল “ফিলিস্তিনে গণহত্যাঃবিশ্ববিবেকের দায়” শিরোনামে আলোচনার আয়োজন করা হয়েছে। আশা করি ফেইসবুকে লাইক আর শেয়ার এবং কমেন্ট দিয়ে দায় এড়াবেন না :D ।আলোচক হিসেবে থাকবেন বাসদ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কমরেড জুলফিকার আলী এবং ণৃবিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। এর বাইরে অংশগ্রহণকারীরাও মতামত রাখতে পারবেন। স্থানঃ ১৩৭ নং কক্ষ,সমাজবিজ্ঞান অনুষদ সময়ঃ সকাল ১১টা ৩০ মিনিট। Masuk Helal Mohiuddin Khan Stanley Ayon Sarkar Tanzid Hossain Anu Muhammad Zulfiqer Ali Snigdha Rezwana Ashraf Uddin Mohammad JF
Posted on: Sat, 23 Aug 2014 17:36:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015