যারা এবার IBA তে চান্স - TopicsExpress



          

যারা এবার IBA তে চান্স পেলেন না -------------------------------------- অনেক খাটাখাটনির পর চান্স না পাওয়াটা খুবই হতাশাজনক । আর হতাশা থেকে অনেকে ভুল কিছু স্টেপ নিয়ে ফেলেন । এর মধ্যে একটা হচ্ছে IBA এর আশা ছেড়ে দিয়ে চাকরি-বাকরি নিয়ে নেয়া অথবা সম্পূর্ণ ট্র্যাক চেঞ্জ করে অন্য কিছুর জন্য ট্রাই করা । অনেক কারনেই এটি আপনার জন্য ক্ষতিকারক । এর মাঝে একটি হচ্ছে IBA তে পড়ার জন্য আপনি যে time, dedication, sacrifice, money ইনভেস্ট করলেন তার পুরোটাই পানিতে গেল । রিটেনে হয়ত খুব কাছ থেকে ফেরত এসেছেন, সামান্য কিছু ফাইন টিউনিং করলেই সামনের বার হয়ত হয়ে যেত ! আর একটা বিষয় মাথায় রাখতে হবে IBA exam, MS লেভেলে বাংলাদেশের সবচেয়ে Competitive এক্সাম । প্রতি সিটের বিপরীতে ২০-২৫ জন কোয়ালিটি ক্যান্ডিডেট ফাইট করে । এতে একবারে না হওয়ার চান্সই বেশী । আরেকটা ব্যাপার হচ্ছে কেউ ফেল করলে গণহারে সবার কাছে সাজেশন চেয়ে বেড়ায় । আমার মতে এটা আপনার কনফিডেন্স লেভেল জিরোতে নিয়ে আসবে । কারন আপনি হয়ত এক গাইডলাইনে প্রস্তুতি নিয়েছেন আর যাদের কাছ থেকে শুনছেন তারা হয়ত সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে প্রস্তুতি নিয়েছেন । এটা শোনার পর আপনি হয়ত ভাবতে শূরু করবেন আপনার পুরো প্রস্তুতিতেই গলদ ছিল । মনে রাখবেন IBA চান্স পাওয়া ৬০ টি ছেলে হয়ত ৬০ টি ভিন্ন উপায়ে প্রস্তুতি নিয়েছেন । আপনাকে ফলো করতে হবে যেকোন একটা । ৬০ টা শুনতে গেলে IBA তে চান্স পাওয়ার স্বপ্নকে বিদায় দিয়ে দিতে পারেন । আমি বলব আত্নবিশ্বাসী থাকুন, আল্লাহ্‌র উপর ভরসা রাখুন, গভীরভাবে নিজেই নিজের দুর্বলতা নিয়ে ভাবুন, খুব বেশী হলে চান্স পেয়েছে এরকম দুই-তিনজনের সাথে কথা বলুন । ইনশাআল্লাহ নিজেই নিজের সমাধান বের করতে পারবেন । আল্লাহ্‌ সকলের উপর কল্যাণ ও রহমত বর্ষণ করুক । -------------- Shahriar Ahmed, MBA, IBA
Posted on: Sun, 28 Dec 2014 15:23:07 +0000

Recently Viewed Topics




© 2015