যারা জানে না তাদের - TopicsExpress



          

যারা জানে না তাদের জন্য। ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া এখন একটি নিত্তনৈমত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। অসংখ্য ফেসবুক একাউন্ট হ্যাক হচ্ছে প্রতিদিন। আর এই হ্যাক হওয়া থেকে বাঁচতে আপনি টু স্টেপ ভেরিফিকেশন প্রসেস এক্টিভ করতে পারেন। তাহলে হ্যাকারের বাবার ও সাধ্য নেই আপনার ফেসবুক একাউন্ট হ্যাক করার। এখানে আমি টু স্টেপ ভেরিফিকেশন প্রসেস এক্টিভ করার স্ক্রিনশট সহ বিস্তারিত বর্ননা দিব। যার ফেসবুক সম্পর্কে নুন্যতম জ্ঞান নেই তিনিও এটি বুঝবেন। প্রথমে ফেসবুক এর একাউন্ট অপশন ওপেন করুন। /Account Settings এ যান। ৩/ Mobile এ ক্লিক করুন। ৪/Add a Phone এ ক্লিক করুন। ৫/ এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিন। Confirm এ ক্লিক করুন। ৬/Country, Mobile carrier সিলেক্ট করুন। Add your Phone number here এ ক্লিক করুন। ৭/ ফোন নাম্বার দিন- শুন্য বাদ দিয়ে এই ফরমেটে ১৭১২*****৪ Continue এ ক্লিক করুন ৮/আপনার মোবাইলে ৬ ডিজিটের একটা কোড সহ মেসেজ আসবে। কোডটি বসিয়ে Continue এ ক্লিক করুন। ৯/ এমন একটি উইন্ডো আসবে। যেখানে Activate Facebook text messages এ টিক দিলে আপনার ফেসবুকের নোটিফিকেশন গুলো আপনার মোবাইলে মেসেজ আকারে পাবেন। আর Let my friends see my number এ টিক দিলে আপনার এই নাম্বারটি আপনার বন্ধুরা জানতে পারবে। আপনি চাইলে দুটো অপশনেই আনটিক করে দিতে পারেন। এরপর Submit এ চাপুন। ১০/ Account Settings এ যান। Security তে ক্লিক করুন। ১১/Login Approvals এ ক্লিক করুন। ১২/Require me to enter a security code……… তে টিক দিন। ১২/Require me to enter a security code……… তে টিক দিন। ১৪/ আপনার মোবাইলে আবার একটি কোড সহ মেসেজ আসবে। কোডটি বসিয়ে Submit code ক্লিক করুন। ১৫/ আপনার কম্পিউটারের একটি নাম দিয়ে Next এ ক্লিক করুন। ১৬/ Close এ ক্লিক করুন। ১৭/ অন্য কোন কম্পিউটারে এখন ফেসবুক লগঅন করতে গেলে একটি কোড সহ মেসেজ আসবে আপনার মোবাইলে । সেই কোডটি দিয়ে লগঅন করতে হবে। সতর্কতাঃ সার্ভারে সমস্যা থাকলে অনেক সময় মেসেজ আসতে দেরি হতে পারে। এই দেরির সময় ১ সেকেন্ড থেকে ৬ ঘন্টাও হয়ে থাকে। সাধারনত দেরি হয় না। ২০ বার লগঅনে একবার দেরি হতে পারে। এটি ব্যবহারে আপনার মোবাইলে কোন টাকা কাটবে না। এবার নিশ্চিত নিরাপদ ভাবে ফেসবুক ব্যবহার করুন …। সবাই ভালো থাকবেন।
Posted on: Thu, 27 Jun 2013 10:06:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015