যারা বিদেশ আসতে চান - TopicsExpress



          

যারা বিদেশ আসতে চান তাদের মনোযোগ আকর্ষণ করছি আজকে একটা ভিডিও দেখলাম বিদেশের বাঙালিদের নিয়ে । ১৪-১৬ লক্ষ টাকা খরচ করে ইউরোপ এসে এখন মাসে ১০ হাজার টাকা উপার্জনের সুযোগ নাই তাদের । বছরের পর বছর বাড়ি যান না , লোনের টাকা পরিশোধ করতে গিয়ে দেওলিয়া পরিবার । এই কারণে পিতার সাথে পুত্রের , ভাইয়ের সাথে ভাইয়ের , স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে । বিশ্বাস করুন শুনতে হয়ত আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আপনাদের এই খারাপ অবস্তা দেখে আমার কোনো সহানুভুতি হয়না বরঞ্চ আরো রাগ উঠে যায় । কি মনে করেন বিদেশকে আপনারা ? এইখানে আকাশে বাতাসে টাকা উড়ে ? আরে ভাই এত সহজ হলে তো লন্ডন আমেরিকার রাস্তায় রাস্তায় ফকির থাকত না । আসেন কিছু সত্য ঘটনা বলি মনোযোগ দিয়ে শুনেন আমার প্রথম নায়ক থাকেন লন্ডনে , ২০১১ সালে যখন যুক্তরাজ্য বিশ্ব মন্দার কারণে সারা বিশ্বের জন্য তার দরজা খুলে দিয়েছিল তখন এই ভাইয়ের আগমন । গ্রাম থেকে উঠে আসা এই সহজ সরল ভাই জীবনে ঢাকা শহর দেখেন নাই ৩ বার তিনি এখন ব্রিটিশ সরকারের মুলা ভিসায় এইখানে আছেন । ১৪ লক্ষ টাকা খরচ করে এছে দেখেন তার এজেন্ট সম্পূর্ণ টাকা মেরে দিয়েছে লন্ডনে একটা টাকাও আসে নাই । ফলফল কলেজের হুমকির মুখে কলেজ ছাড়া , ভিসা বাতিল এবং এখন অবৈধ ভাবে আছেন । এক রেস্টুরেন্টে থালা পাতিল ধোয়া লাগে সকাল ১১ থেকে রাতের ১২ টা । কল্পনা করেন কিছু কিছু পাতিলের ওজন ১৫-২০ কিলো এবং অন্তত ৭০ -৮০ টি পাতিল ধোয়া লাগে এবং হাজার খানেক প্লেটে । হাত নষ্ট হয়ে গেল বহুআগে , সারা শরীর কাটির মত । সপ্তাহে ১২০ পাউনড বেতন দেয় । মালিক রা অবৈধ জানলে সিউর বেতন দেই অদ্ধেক অথবা দিবেই না । কিছু করতে পারেন না করলে পুলিসের ভয় । ধরলাম মাসে ঠিক মত বেতন পেলে ৫০০ পাউনড পাবেন । মাস শেষে ঘর ভাড়া ২০০ পাউনড , মোবাইল -৫০ , জামাকাপড় , অনন্য -৫০ , সিগেরেট , অনন্য মাইল আরো আরো ৩০ পাউনড । যদি অসুস্ত অথবা কাজ না থাকলে কোনো করছ নাই । মূলকথা মাসের শেষে কিছু থাকে না , কিভাবে ১৪ লক্ষ টাকা শোধ করবেন ? সম্ভব কি ? আরেক নায়ক থাকেন ইউরোপে , গত ১৪ বছরের মধ্যে ১০ বছর ছিলেন সাইপ্রাস এ এবং বাকি ৪ বছর ফ্রান্স । গত বছর ফ্রান্স এ একটা জব পেলেন না উল্টা দেশ থেকে অন্তত ২৫ লক্ষ টাকা এনে নষ্ট করলেন । অভাবের কারণে পিতা বিনা চিক্কিস্সায় মারা গেছেন মা স্ট্রোক করেছেন পাওনাদারদের কারণে । স্ত্রী তাকে ছেড়ে দিয়ে আর একজনকে বিয়ে করেছেন ৩ নম্বর নায়ক থাকেন দুবাই , ভিসা নিয়ে এসে দেখেন তার ভিসা জাল ভিসা । পরিবারের শেষ সম্বল বিক্রি করে আসলেন ৬ বছর আগে । এখন গত ৪ বছর দিন রাত ৫০-৮০ কেজির বস্তা উঠানামা করতে করতে মেরুদন্ডের হাডের অনেক বড় ক্ষতি হলো । দেশে যাবেন না জীবনে আর এই মুখ নিয়ে । এমন ঘটনা একটা দুইটা নয় , লক্ষাধিক । আমি বলব প্রবাসী প্রতি ৩ জনের মধ্যে একজনের অবস্তা এর চেয়েও খারাপ । দয়া করে বিদেশ নামক সোনার হরিনের পিছনে দৌড়াবেন না । অন্তত আগে বিদেশের যেখানে যাবেন ঐখানের অন্তত ৫ জনের সাথে ক্লিয়ার কাট কথা বলবেন । মনে কোনো সংকোচ রাখবেন না । সব কিছু চেক না করে , সত্ততা যাচাই না করে যাবেন না । খরচের খাত এবং পরিমান সম্পর্কে অবগত হন । দরকার পড়লে এম্বেসী অথবা হেল্প সেন্টার থেকে তথ্য নিন নাহলে সারা জীবন পস্তাবেন । মনে রাখবেন আপনার একটা ভুলের কারণে ধংস হয়ে যেয়ে পারে আপনার উপর নির্ভর অনেকগুলা পরিবার
Posted on: Mon, 09 Sep 2013 00:30:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015