যখন স্কুলে পড়তাম তখন বড় - TopicsExpress



          

যখন স্কুলে পড়তাম তখন বড় ভাইদেরকে দেখে ভাবতাম কবে তাদের মত বড় হব,,,ভর্সিটিতে পড়তে যাব,তাদের মত স্বাধীনতা পাব।রাতের বেলায় বাইরে ঘুরে বেড়াব,বন্ধুদের সাথে আড্ডা দিব।সেই দিন গুলার জন্য কত ক্যালেন্ডার গুনেছি।কিন্তু আজ সেই সময় হাতের মুঠোতে আছে তবুও মনে হচ্ছে কি যেন একটা নাই,,ফাকা ফাকা লাগছে।সেই পুরোনো দিনের স্কুল লাইফের কথা কেন জানি মনে পড়ছে।অনেক বন্ধু ও দুরে চলে গেছে।সব মিলিয়ে,,,,,,,,,,,, বড় একটা ফাকা।
Posted on: Tue, 23 Dec 2014 12:01:41 +0000

Trending Topics



ody" style="min-height:30px;">
ERIA A boy said to his father: I saw a girl and I want to
International Founder Wave Company The best way to get to the
Another reason to SMILE po mga partners - AIM GLOBAL comes with

Recently Viewed Topics




© 2015