যদি একজন হিন্দু মেয়ে - TopicsExpress



          

যদি একজন হিন্দু মেয়ে কপালে টিপ দেয়,শিক্ষক বলেন,"এইটা তাদের ঐতিহ্য।" যদি একজন খ্রিষ্টান মেয়ে সন্ন্যাসীর পোশাক পড়ে ,শিক্ষক বলেন,"এরা এদের পুরো জীবনটাই উৎসর্গ করেছে,শেখো এদের কাছ থেকে শেখো।" যখন একজন মুসলিম ছেলে মাথায় পাগড়ী বা টুপি পড়ে,শিক্ষক বলেন,"১০০ টাকা জরিমানা।" যখন কোন মুসলিম ছেলে দাড়ি রাখে,শিক্ষক বলেন,"শেভ করেই কাল ক্লাসে আসবে নতুবা আমি তোমাকে allow করবোনা।" যখন কোনো মুসলিম মেয়ে বোরকা বা হিজাব পড়ে,শিক্ষক বলেন,"এসব ধর্মী্য় মূল্যবোধ চর্চা তোমার ঘরে করো,স্কুলে নয়।" এই হলো আমাদের সুন্দর পৃথিবী যেখানে আমি বাস করছি। ধন্যবাদ মিডিয়াকে যা আমাদেরকে সন্ত্রাসী হিসেবে দেখিয়েছে,এমনকি হামাগুড়ি দেওয়া শিশুটিকেও....:( ধিক! তোমাদের প্রতি। তোমাদের মুনাফেকি সব সীমা ছাড়িয়ে গেছে। আই অ্যাম অ্যা মুসলিম বাট নেভার অ্যা টেরোরিস্ট। সংগৃহীত-----------
Posted on: Thu, 27 Jun 2013 03:27:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015