যদি কষ্ট গুলো কে হাওয়ায় - TopicsExpress



          

যদি কষ্ট গুলো কে হাওয়ায় উড়িয়ে দিতে পারতাম তবে কষ্ট গুলোকে অনেক আগেই উড়িয়ে দিতাম , মুক্ত আকাশে সুত কাঁটা ঘুড়ির মত কষ্ট গুলোকে ভাসিয়ে দিতাম মেঘের সাথে । পারিনি আমি পাঁজরের সাথে মিশে আছে তোমার দেয়া কষ্ট গুলো । যত্ন করে আমাকে পোড়াচ্ছে প্রতিদিন প্রতিটি সময় আমাকে কিছু স্মৃতির আগুন পোড়াচ্ছে । কিছু নষ্ট স্মৃতির তীব্রতা আমার চোখের কোনে আশ্রু ফোঁটা হয়ে ঝড়ে পরছে অনবরত । বোঝাতে চাই না এই না বলা কষ্ট গুলো । হয়তো বুঝবে না । যা আমাকে কাঁদিয়ে যাবে সেই আগের মত । তবে ভুলে যাবো একদিন , হ্যাঁ সত্যিই বলছি কোন একদিন আমিও তোমার মত করে সব ভুলে যাবো । যেখানে থাকবে না তুমি নামক কোন স্মৃতি থাকবে না হারানোর কোন কষ্ট । Imran Nil
Posted on: Sun, 23 Jun 2013 19:04:14 +0000

Trending Topics




© 2015