রাজধানীর রমনা থানার - TopicsExpress



          

রাজধানীর রমনা থানার মৎস্য ভবন এলাকায় আজ শনিবার রাতে পুলিশের গাড়িতে ককটেল ও পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃ এতে ওই গাড়িতে থাকা পুলিশে পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এবং কনস্টেবল মোরশেদ, লিখন, বদিয়ার ও শামীম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি দায়িত্ব পালন শেষে রাজারবাগ পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশের ওই সদস্যরা। গাড়িটি মৎস্য ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তর করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে তাঁরা দগ্ধ হন। তাঁদের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। রাত নয়টার দিকে এই পাঁচজনকে ঢাকা মেডিক কলেজ হাসপাতালে আনা হয়।
Posted on: Sat, 17 Jan 2015 18:05:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015