রিডিং লিস্ট তৈরি নিয়ে - TopicsExpress



          

রিডিং লিস্ট তৈরি নিয়ে একটা লেখা লিখবো বলে ভাবছিলাম, লিখেই ফেললাম......... বই চয়েসের ক্ষত্রে ভালো একটা স্কেল হলো নিউইয়র্ক টাইমস-বেস্ট সেলারের ওয়েবসাইট। এটা সম্পর্ক নতুন করে কিছু বলার দরকার নেই। এটার লিংক nytimes/best-sellers-books/ বেশ কিছু সাইট বইয়ের রেটিংও পাবলিশ করে । কোনো বইয়ের রেটিংও দেখার যায় Google করে খুব সহজেই। নিচের মতো করে পাওয়ার সার্চ করা যাবে: ratings: “name of the book” e.g. ratings: “One Hundred Years of Solitude” [ Google Power Searching খুব ভালোভাবে শেখা উচিৎ!!এই নামের একটা বই আছে। ছোটো একটা বই। পাওয়া সার্চিং এর জন্য চমৎকার।সার্চ করে বইটার সফটকপি নামিয়ে নেয়া যায় । একদম না পেলে আমার কাছ থেকে পাওয়া যাবে ] ক্যামব্রিজ ইউনিভার্সিটির ম্যথমেটিক্স ডিপার্টমেন্ট MATHEMATICAL READING LIST নামে একটা brochure প্রণয়ন করেছে । ম্যাথমেটিক্স এবং থিউরেটিক্যাল ফিজিক্স নিয়ে যাদের আগ্রহ তাদের জন্য বই সিলেক্টকরার সবচেয়ে ক্ল্যাসিক্যাল উপায় হলো এই এর বইগুলো সংগ্রহ করে পড়া । Google করলেই এটা পাওয়া যাবে । intitle:Mathematical Reading List লিখে সার্চ করলেই সার্চ লিস্টের প্রথমেই পাওয়া যাবে বইটা। লিস্টের পরের টাইটেলগুলোতেও চমৎকার কিছু পাওয়া যাবে । যেমন পরের টাইটেলেই অক্সফোর্ড ইউনিভার্সিটির রিডিং লিস্টটা পাওয়া যাবে । আর তারপরেই আছে ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন অব আমেরিকার রিডিং লিস্ট । একেবারেই প্রফেশনাল না হলে অক্সফোর্ডেরটা ফলো করার দরকার আপাতত নেই । ক্যামব্রিজ ইউনিভার্সিটিরটা দিয়ে শুরু করা যেতে পারে । বইয়ের বাইরে ব্লগ পড়া যেতে পারে । ব্লগ থেকেও ভালো ভালো বইয়ের খোঁজ পাওয়া যাবে । বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত ব্লগ আছে । সেগুলো পড়া যেতে পারে । পছন্দের লেখকদের অনেকেরই এখন পারসোনাল ব্লগ আছে । সার্চ করে সেগুলো বের করা যেতে পারে । আবার সবচেয় পপুলার ফেসবুক পোস্টগুলোর একটা তালিকা পাওয়া যায় নিচের লিংকে nytimes/most-popular খুব *শীঘ্র হয়তো ফেসবুকে ট্রেনডিং অপশনটা চালু হতে পারে । তখন মোস্ট পপুলার আর্টিকেলগুলো সাজেশনে থাকবে । *বিল গেটস এর চমৎকার একটা পার্সোনাল ব্লগ আছে । gatesnotes/ *যাদের ট্যাগ করেছি এই সাইটটা তাদের বুকমার্ক করে রাখতে সাজেস্ট করলাম । রিসোর্সের কোনো অভাব নাই । তবে অভাব আছে সময়ের । সব কিছু পড়া অসম্ভব । আর তাই খুব ভালো সার্চিং এর কোনো বিকল্প নাই । এতকিছুর পরও বইটা কিন্তু হাতে নাও আসতে পারে। তাছাড়া সব বই কিনেও পড়া সম্ভব না । তাহলে উপায় ?? নেটওয়ার্কিং একটা ভালো সমাধান । আমি বই পড়ুয়াদের নেটওয়ার্কের কথা বলছিলাম । আমরা খুব সহজেই বইপড়ুয়াদের নিয়ে নেটওয়ার্ক করতে পারি । কিভাবে? একটা ওয়েবসাইটকে ইন্টারফেস হিসাবে ইউস করা যেতে পারে । সাইটটার মেম্বারদের নাম,মোবাইল নম্বর,জেলা(এবং টুকিটাকি তথ্য) স্টোর করে রাখা হবে । প্রত্যেক মেম্বার তাদের কাছে থাকা বই নিয়ে বুকলিস্ট করে রাখবে । অন্য কোনো মেম্বার,ধরা যাক চট্টগ্রামের মেম্বার একটা বই খুঁজছে । সে সেই বইটার নাম লিখে সার্চ করবে । সেই বইটা অন্য যে মেম্বারের কাছে থাকবে তাদের নামের একটা লিস্ট শো করা হবে । চাইলে সার্চটা আরো কাস্টমাইজ করা যায় । জেলা উল্লেখ করে সার্চ দিলে চট্টগ্রামের যার কাছে বইটা আছে তার নাম শো করা হবে। ফেসবুকে # অপারেটর ইউজ করে কাজটা করা যায় । তবে searching ambiguity কিন্তু থেকেই যায় । (এইটা আমার লেভেল ১ টার্ম ২ প্রোজেক্ট টপিক ;) ) ***অ্যামাজন থেকে বই কেনাটা সবচেয়ে এলিগ্যান্ট ওয়ে। বই পড়ার সময় টাকার কথা চিন্তা করতে হয়না...... :p ***হুমায়ূন আহমেদের রিডিং লিস্ট আছে । এটা কেনো প্রকাশ করা হচ্ছেনা বুঝতে পারছি না...... Stay Honest,Stay Smart.
Posted on: Sat, 15 Nov 2014 13:37:03 +0000

Recently Viewed Topics




© 2015