রাত ২ টা।ঘুমে প্রায় - TopicsExpress



          

রাত ২ টা।ঘুমে প্রায় অচেতন হয়ে আছি,হঠাৎ ঘুমের ১২ টা বাজিয়ে বেজে উঠল মোবাইল।ফোন ধরতেই, -হ্যালো জান,কি কর?(রাত ২ টার সময় একটা মানুষ কি করে এই তথ্য কি মেয়েরা জানে না?) -ফুটবল খেলি। -ওয়াও...ফিফা?ভার্শন কত?২০১০ না ২০১৪? -ভার্শন নাই।পাঁচ নাম্বার ডিয়ার বল।মারব এখানে,বল পরবে গোলপোস্টে। -হা হা হা...তুমি খুব সুন্দর জোকস করতে পার।অ্যাই,এত রাতে ফোন দিয়েছি রাগ করনি তো?(শোন কথা মাইয়ার...) -নাহ রাগ কি এত সস্তা?চাইলেই করা যায়? -আচ্ছা তাহলে বল,কি করছ? -আমি এখন কলা খাচ্ছি...সকাল করে রোজা থাকি তো,তাই রাত ২ টার দিকে ফল খাই...এতে করে রোজা করলেও ক্ষুধা লাগে না... -তাই?তাহলে আমিও এখন থেকে রাত করে ফল খাব...আচ্ছা রাত ২ টার একটু পরে খেলে হবে না?ধরো,২.২০ বা ২.৩০ এ খেলে চলবে? -নাহ... ঠিক রাত ২ টার সময়ই খেতে হবে। -ও আচ্ছা...কি কলা খাচ্ছ? -ফজলি কলা...রাজশাহীর জিনিশ। -ওয়াও...নিশ্চয়ই খেতে খুব ভাল? -অবশ্যই -এরপর কি করবা? - এরপর আরেকটা কলা খাব...ল্যাংড়া কলা...এই জাতের কলাগাছে কোন ডালপালা নেই।তাই এর নাম ল্যাংড়া কলা। -যাঃ ডালপালা ছাড়া আবার কলা গাছ হয় নাকি!!(কয় কি মাইয়া!) -তাহলে কলা গাছ কেমন বল তো? -কলা গাছ অনেক লম্বা,অনেক ডালপালা থাকে,ছোট ছোট পাতা।(ও মোর আল্লাহ্) -বাহ এইত তুমি কলা গাছ চিনে ফেলছ...তোমার তো আসাধারন বুদ্ধি...!কলা গাছের তক্তা বেশ শক্ত,এই তথ্য জান? -তাই নাকি?আগে জানতাম না তো... -এখন আমি যে চেয়ারে বসে আছি,সেইটা কলা গাছের তৈরি.. -ও তাই?একদিন আমাকে দেখাইয়ো তো... -অবশ্যই দেখাব...কিন্তু শর্ত হল এখন ফোনটা রাখতে হবে... -না...শর্ত মানি না...আমি আজ ৪ তা পর্যন্ত তোমার সাথে গল্প করব..(হায় হায়...এই পাগ্লির লগে আরও ২ ঘণ্টা আলাপ করলে কাল মেন্টাল হসপিটালে ভর্তি হইতে হবে) -বাহ শুনে আনন্দিত হলাম...কিন্তু একটা সমস্যা,তুমি মুখে যে মেকাপ করেছ,সেইটা অর্ধেক উঠে গেছে...বিশ্রী লাগছে...তোমার এখন মেকআপ করা উচিত.. -এই মা!!এতক্ষন ধরে কথা বলছ....আগে বলনি কেন? আচ্ছা রাখি...পরে কথা বলব... ইহাদেরকে 'আধুনিক নারী সমাজ বলে"...ধান গাছে তক্তা হয় কিনা,এরা সেইটা জানে না।আর এই নারী সমাজের প্রকৃষ্ট উদাহরন এই নির্বোধ মাইয়া,মেকাপ উঠে গেছে এই কথা শুনে এই মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে,অথচ একটু চিন্তা করে দেখে না আমরা দুইজন মোবাইলে কথা বলছিলাম,তার মেকাপ উঠে গেছে কি না এইটা জানার কোন স্কোপ আমার নাই ‼ কার্টেসিঃ Isteak Amin
Posted on: Sun, 01 Sep 2013 18:23:19 +0000

Recently Viewed Topics




© 2015