রংপুরসোর্স এর উদ্যোগে - TopicsExpress



          

রংপুরসোর্স এর উদ্যোগে রংপুর-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিন ব্যাপী প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন ওয়ার্কশপ। ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ এবং ১৭ই আগস্ট’ ২০১৪ তারিখ, প্রতিদিন সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৫টা.৩০ মিনিট পর্যন্ত। ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে যারা ১) ওয়েব ডিজাইনে একদম নতুন, মাত্রই কোডিং শিখছেন কিন্তু একটি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট লেআউট ডিজাইন করতে পারেন না, ২) এখনও কোডিং-এ হাতে খড়ি হয়নি কিন্তু ওয়েব ডিজাইন শিখতে সম্পূর্ণ আগ্রহী এবং ৩) আগের দুটার সবই পারেন কিন্তু নিজের কোডিং জ্ঞানকে আরও ঝালিয়ে নিতে ইচ্ছুক, তাদের জন্য। দুদিনের ওয়ার্কশপে যা যা সেশন হবেঃ Understanding Web, Domain and Hosting, HTML and CSS coding, Structural HTML5 tags, Session: PSD to HTML Conversion, Session: Coding Error Validation, Session: Responsive Layout Design, Session: Question and Answer. ওয়ার্কশপটি আয়োজন করছেঃ রংপুরসোর্স! ওয়ার্কশপ কো-অর্ডিনেটরঃ Ariful Islam Shaon দুদিনের এই ওয়ার্কশপটির এন্ট্রি ফি – ৪০০টাকা। ওয়ার্কশপটিতে রেজিস্ট্রেশান এবং আরও বিস্তারিত জানতেঃ bit.ly/webdesignworkshop ইভেন্টটিতে জয়েন করুন।
Posted on: Mon, 04 Aug 2014 15:04:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015