(রিভিউ পোষ্ট) - TopicsExpress



          

(রিভিউ পোষ্ট) ----------------বাংলাদেশের দ্বীপ-------------- ১.বিশ্বের বৃহওম ব-দ্বীপ কোনটি? উঃ বাংলাদেশ। ২.বাংলাদেশের বৃহওম ব-দ্বীপ কোনটি? উঃ সুন্দরবন। ৩. বাংলাদেশের বৃহওম দ্বীপ কোনটি? উঃ ভোলা। ৪. ভোলা দ্বীপের আয়তন কত? উঃ ৩৪০৩.৪৮ বগ.কি মি ৫. বাংলাদেশের একমাএ সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি? উঃ সেন্টমাটিন। ৬. সেন্টমাটিন দ্বীপের অপর নাম কী? উঃ নারিকেল জিন্জিরা। ৭. নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্হিত? উঃ মেঘনা নদীর। ৮. নিঝুম দ্বীপ কোথায় অবস্হিত? উঃ নোয়াখালী। ৯. নিঝুম দ্বীপের পুরানো নাম কী? উঃ বাউলার চর ১০. বাংলাদেশের একমাএ পাহাড়িদ্বীপের নাম কী? উঃ মহেশখালী Please like, comment or share it and give us feedback. Thanks for stay us. Admin:- Saiful Islam Saif
Posted on: Thu, 23 Oct 2014 08:47:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015