রিলেশনশীপ . সম্পর্কগুলো - TopicsExpress



          

রিলেশনশীপ . সম্পর্কগুলো শুরু হয় অনেক আবেগ,অনুভূতি,স্বপ্ন,আশা,অাকাঙ্খা, ভাললাগা আর ভালবাসা আর অনেক অনেক প্রতিশ্রুতি নিয়ে। . দিন যেতে থাকে আর সম্পর্কের জটিলতা বাড়তে থাকে।স্বার্থের আবর্জনা ভালবাসার পরিবেশ নষ্ট করে দেয়।শুরু হয় অশান্তি,অবিশ্বাস,ভুল বোঝাবুঝি আর হাহাকার। . শেষ হয়ে যায় ভাললাগা।প্রতিশ্রুতির কথা কেউ আর মনে করতে চায় না।মন তখন শান্তি খোঁজে অন্য উপায়ে।একনিষ্ঠ প্রেমের অস্তিত্বের বিনাশ তখন অনিবার্য হয়ে যায়। . আপনি যাকে ভালবাসছেন,সে আপনার ভালবাসার মূল্য দিতে পারবে কি?আপনি কি তাকে নিয়ে একাই থাকবেন?নাকি আপনার পরিবারের কথাও ভেবেছেন?যে মানুষটিকে ভালবেসেছেন,সে আপনার পরিবারটিকে ভালবাসবে তো আপনার মত? . নাকি হাজার হাজার পরিবারের মত আপনিও আপনার পরিবারের কান্নার কারণ হবেন? . কি ভাই-বোনেরা??নিজেকে ক্ষমা করতে পারবেন তো? . যখন দেখবেন,আপনার কারণে আপনার প্রাণ-প্রিয় মা-জননীর ঐ পবিত্র চোখ থেকে অশ্রুর নির্গমন ঘটছে,আপনার পিতার অশান্তির কারণ আপনি নিজেই হচ্ছেন,আপনার পুরো পরিবার আপনার কারণে শেষ হতে যাচ্ছে!!! কি ভাই-বোনেরা....নিজেদের ক্ষমা করতে পারবেন তো?? . কারো বিবেক সারাজীবন ঘুমিয়ে থাকেনা।আপনার বিবেকের ঘুম যেদিন ভাঙ্গবে সেদিন থেকে আর আপনি ঘুমাতে পারবেন না।আপনার বিবেক আপনাকে প্রতিটি মূহুর্তে শাস্তি দিবে। . তাই আসুন...রিলেশন করার আগে আরেকটু ভাবুন।একবার নিজের পরিবারকে নিজের মনোজগতে নিয়ে আসুন।তারপর সে জগতে ভালবাসার মানুষকে নিয়ে আসুন।দেখুন উনাকে মানায় কি....উনি মানাতে পারেন কিনা!! . তারপর নাহয় সিদ্ধান্ত নিন।জীবনটা কেবল আপনার নয়।আপনার সিদ্ধান্ত আপনার পরিবারের হাসি-কান্নার কারণ। . পরিবারকে ভালবাসুন।আপনার উপর তাদের দাবীটাই সবথেকে বেশি।পরিবার না থাকলে আমাদের কোন অস্থিত্বই থাকত না।রিলেশনের কথা তো সেখানে অচিন্তনীয় একটা বিষয়। . লেখকঃ Mazharul Islam
Posted on: Thu, 18 Dec 2014 13:57:46 +0000

Trending Topics




© 2015