রাসায়নিক লাভ স্টোরি Na : - TopicsExpress



          

রাসায়নিক লাভ স্টোরি Na : তুমি কি আমার ইলেকট্রন গ্রহণ করবে ? Cl : কি ??? [লজ্জায় লাল] আমাকে ভেবে দেখতে হবে । একটু সময় দাও । # দুই দিন পর- Na : তুমি সেদিন Ca এর সাথে পার্কে কেন গিয়েছিলে ??? :@ Cl : আরে না Ca তো আমার বান্ধবী CO3 এর বয়ফ্রেন্ড । আমার বান্ধবীর রাগ ভাঙাতে আমরা দুজন গিয়েছিলাম । ওকে নাকি H হুমকি দিয়েছিল । # কিছুদিন পর- Cl : কি শুনলাম OH নাকি তোমার এক্স জিএফ ?? Na : আরে না । কে বলছে জান ? Cl : না তোমার সাথে আমার আর সম্পর্ক নাই । Na : তুমি H এর সাথে ঘুরলে দোষ না, আর আমি একটু OH এর সাথে গেলেই দোষ!! Cl : ও এই কথা । যা তুই তাইলে তোর OH এর কাছে । :@ Na : তুই ও যা । তোর সাথে যুক্ত হয়েই আমি ভুল করছি । আমার ইলেকট্রন ফেরত দে। Cl : এই নে তোর ইলেকট্রন । আমাকে H তোর চেয়েও ভালো ইলেকট্রন দিবে । # অতঃপর বিচ্ছেদ . . . . . . Cl তারপর H এর সাথে সুখে সংসার করতে থাকল । আর Na পরপর দুইবার উস্টা খেয়ে এখন তুখোড় নেশা করা শুরু করে দেয় । যাকে পায় তাকেই ধরতে চায় । তাই তাকে কেরোসিন কারাগারে আটক করা হয় যাতে আর এমন না করতে পারে । # Moral : এভাবেই NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে বিশুদ্ধ Na ধাতুপৃথক করা হয়।
Posted on: Wed, 03 Dec 2014 14:31:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015